অস্ত্র প্রদর্শন উত্তর কোরিয়ার, ছিলেন কিম
সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইলের প্রদর্শনী করল উত্তর কোরিয়া।
নিজস্ব প্রতিবেদন: আই অ্যাম দ্য মোস্ট পাওয়ারফুল-- যেন এটাই মূল সুর। এই সুরেই উত্তর কোরিয়া বৃহস্পতিবার এক অস্ত্র প্রদর্শনী করল।
সে দেশের রাজধানী পিয়ংইয়ং-এর (Pyongyang) সাঙ্গ স্কোয়ারে (Sung Square)অস্ত্র প্রদর্শনীটি হয়েছে। সেখানে চামড়ার কোট এবং টুপি পরে জনতার উদ্দেশে হাত নাড়তে দেখা গিয়েছে কিম জন-উনকে (Kim Jong-un)। শুধু ক্ষেপণাস্ত্রই নয়, আরও অন্য সামরিক অস্ত্রের প্রদর্শনও হয়েছে।
এর আগেও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে আন্তর্জাতিক মহলে উত্তেজনা তৈরি করেছিলেন কিম জং উন (Kim Jong-un)। তখন এ নিয়ে আমেরিকার সঙ্গে একটা টানাপোড়েনও তৈরি হয়েছিল।
বৃহস্পতিবার রাতে একটি সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইলের (submarine-launched ballistic missile) প্রদর্শনী করল উত্তর কোরিয়া। এবং সে দেশের তরফে দাবি করা হল, তারাই বিশ্বের সব চেয়ে শক্তিশালী অস্ত্রের (the world's most powerful weapon) অধিকারী।
Also Read: ডুডলের মাধ্যমে বাস্কেটবলের আবিষ্কারককে শ্রদ্ধা গুগলের