North Korea: বেশি উত্যক্ত করলে পরমাণু বোমা মারতে দ্বিধা করব না: কিম জং উন

বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের শীর্ষ কূটনীতিকরা উত্তর কোরিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি জারি করেছেন এবং পিয়ংইয়ংকে আলোচনার আহ্বান জানিয়েছেন।

Updated By: Dec 21, 2023, 03:01 PM IST
North Korea: বেশি উত্যক্ত করলে পরমাণু বোমা মারতে দ্বিধা করব না: কিম জং উন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, কোনও শত্রু যদি পারমাণবিক অস্ত্র দিয়ে উস্কানি দেয় তাহলে পিয়ংইয়ং পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই খবর জানিয়েছে।

KCNA বার্তা সংস্থা জানিয়েছে, কিম এই মন্তব্য করেন যখন তিনি সামরিক ক্ষেপণাস্ত্র ব্যুরোর জন্য কাজ করা সৈন্যদের সঙ্গে দেখা করেন এবং পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (ICBM) মহড়ার জন্য তাদের অভিনন্দন জানান।

KCNA রিপোর্ট করেছে যে তিনি বলেন, এই পরীক্ষাটি সশস্ত্র বাহিনীর আনুগত্য ও দৃঢ় অবস্থানের প্রমাণ দিয়েছে এবং পাশাপাশি এটি ‘আক্রমণাত্মক প্রতিরোধের মোড এবং ডিপিআরকে-এর পারমাণবিক কৌশল ও মতবাদের বিবর্তনের স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। যেখানে শত্রুরা উস্কানি দিলে তখনও পারমাণবিক হামলা করতে দ্বিধা না করে।

আরও পড়ুন: Switzerland: গরুর গলায় ঘণ্টা বাঁধা নিয়ে হবে ভোট, চলছে জোর প্রস্তুতি...

DPRK হল উত্তরে কোরিয়ার সরকারী নাম, গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার সংক্ষিপ্ত রূপ।

উত্তর কোরিয়া এই সপ্তাহে বলেছে যে তারা মার্কিন শত্রুতার বৃদ্ধির বিরুদ্ধে তার পারমাণবিক শক্তির যুদ্ধ প্রস্তুতির পরিমাপ করতে সোমবার তার নতুন ICBM পরীক্ষা করেছে।

বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের শীর্ষ কূটনীতিকরা উত্তর কোরিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি জারি করেছেন এবং পিয়ংইয়ংকে আলোচনার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: Kidney Stone: জল তেষ্টা পেলেই বাবল টি, পেট থেকে বেরোল ৩০০ পাথর

কিম বলেছেন যে সোমবারের উৎক্ষেপণ সেনাবাহিনীর উচ্চ গতিশীলতা এবং দ্রুত আক্রমণের ক্ষমতা দেখিয়েছে এবং এর যুদ্ধ দক্ষতাকে আরও জোরদার করার প্রচেষ্টার আহ্বান জানিয়েছে।

একটি পৃথক বিবৃতিতে, কিমের বোন, কিম ইয়ো জং, আইসিবিএম উৎক্ষেপণের বিষয়ে একটি সভা করার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) নিন্দা করে বলেছেন যে এটি দেশটির আত্মরক্ষার অধিকারের একটি অনুশীলন।

তিনি বলেন, ‘ইউএনএসসির উচিত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ROK-এর দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং কাজের উপর দায় চাপানো, যা সারা বছর ধরে সব ধরণের সামরিক উসকানির মাধ্যমে কোরিয় উপদ্বীপে উত্তেজনা বাড়িয়ে তুলেছে’।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.