ইতিহাসের পাতায় ঢুকতে চলেছে নোকিয়া, নতুন নাম মাইক্রোসফট মোবাইল

ভারতীয়দের মোবাইল ফোনের স্বপ্ন দেখিয়েছিল নোকিয়া। নীল রঙের সেই মুঠোফোন পৌছে দিয়েছিল উন্নত প্রযুক্তির একেবারে চৌকাঠে। মোবাইল ফোনের তালিকা থেকে এবার মুছে যেতে চলেছে বহু ভারতীয়র নস্টালজিয়া নোকিয়ার নাম।

Updated By: Apr 21, 2014, 10:10 PM IST

ভারতীয়দের মোবাইল ফোনের স্বপ্ন দেখিয়েছিল নোকিয়া। নীল রঙের সেই মুঠোফোন পৌছে দিয়েছিল উন্নত প্রযুক্তির একেবারে চৌকাঠে। মোবাইল ফোনের তালিকা থেকে এবার মুছে যেতে চলেছে বহু ভারতীয়র নস্টালজিয়া নোকিয়ার নাম।

গত বছর সেপ্টেম্বর মাসেই মাইক্রোসফটের কাছে ফোন ও ব্যবসা বিক্রির পরিকল্পনার কথা ঘোষনা করেছিল নোকিয়া। তারপর থেকে বেশ কয়েকমাস কেটে গেলও শোনা যাচ্ছে এই এপ্রিল মাসেই চুক্তি চূড়ান্ত করতে চলেছে মাইক্রোসফট। বদলে যাবে নোকিয়া ফোনের নামও। আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষিত না হলেও শোনা যাচ্ছে এবার নোকিয়া মোবাইল ফোনের নাম হতে চলেছে মাইক্রোসফট মোবাইল ওয়ে।

মাইক্রোসফট মোবাইল মূল অফিস হতে চলেছে ফিনল্যান্ডে। অন্যদিকে নোকিয়ার ব্যবসায়িক ঠিকানাও বদলে যেতে চলেছে। কেইলাহেডনাইটের নোকিয়া হেড কোয়ার্টারের বদলে হতে চলেছে এসপুর কেইলারানাতা। বদলে যাবে নোকিয়ার লোগোও। নোকিয়ার অন্যান্য ব্যবসার জন্য, এনএসএন বা ম্যাপের জন্য রেডমন্ডের সঙ্গে কাজ করবে।

.