আরব দুনিয়ার আন্দোলনের হাওয়া ছড়িয়ে পড়ছে আমেরিকায়
ইতিমধ্যেই শিকাগো,বস্টন, লস অ্যাঞ্জলসের মতো শহরগুলিতে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে।
সপ্তাহ তিনেক আগে কায়রোর তাহরির স্কোয়ারের অনুকরণে নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটের পাশে জুকটি পার্কে তাঁবু গেড়ে আন্দোলন শুরু করেছিলেন পুঁজিবাদবিরোধী সমর্থকরা। সে সময় মার্কিন মিডিয়া একেবারেই পাত্তা দেয়নি ওবামা সরকারের আর্থিক নীতির বিক্ষোভে নামা হাতে গোনা কয়েকজন নিম্নমধ্যবিত্ত নাগরিকের এই প্রতিবাদকে। কিন্তু ইতিমধ্যেই শিকাগো, বস্টন, লস অ্যাঞ্জলসের মতো শহরগুলিতে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই বাড়ছে, আন্দোলনে সামিল হওয়া মুখ। মন্দার অভিঘাতে বেহাল অর্থনীতি, হাল ফেরাতে ব্যয়সংকোচ, আর তারই অনিবার্য প্রতিক্রিয়ায় নানা জনমুখী সরকারি প্রকল্পের বরাদ্দ ছাঁটাই এবং কর্মসংকোচ! ইতিমধ্যেই গ্রিস, স্পেন-সহ
ইউরোপের বেশ কয়েকটি দেশে সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে ব্যয়বরাদ্দ কমানোর প্রতিবাদে বড় ধরনের আন্দোলন হয়েছে। ক্রমবর্ধমান বেকারত্বের প্রতিবাদে পথে নেমেছে যুবসমাজ। এবার সেই চিত্রই দেখা যাচ্ছে পুঁজিবাদী অর্থনীতির আঁতুড়ঘরে। বিগত কয়েকদিন ধরে মার্কিন মিডিয়াতেও ক্রমশ জায়গা করে নিচ্ছে `ওয়াল স্ট্রিট দখল করো` আন্দোলন। আর তাতে ক্রমশই চিন্তা বাড়ছে প্রশাসনের।