মঙ্গলে কোনও হাড় নেই, বিভ্রান্তিকর ছবির দাবি নস্যাৎ করল নাসা

মঙ্গলে কোনও প্রাণীর হাড় নেই। নিশ্চিত করল নাসা। কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় চাউর হয়ে যায় একটি ছবি। দাবি করা হয়, কিউরোসিটি মঙ্গলে ভিন গ্রহএর মানুষের হাড়ের ছবি তুলেছে।

Updated By: Aug 24, 2014, 04:50 PM IST
মঙ্গলে কোনও হাড় নেই, বিভ্রান্তিকর ছবির দাবি নস্যাৎ করল নাসা

নিউ ইয়র্ক: মঙ্গলে কোনও প্রাণীর হাড় নেই। নিশ্চিত করল নাসা। কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় চাউর হয়ে যায় একটি ছবি। দাবি করা হয়, কিউরোসিটি মঙ্গলে ভিন গ্রহএর মানুষের হাড়ের ছবি তুলেছে।

নাসা বলছে ওটি একটি পাথরের টুকরো ছাড়া আর কিছুই নয়। নাসার বিবৃতিতে বলা হয়েছে, ""এটা কোনও হাড় নয়। কিউরোসিটির মাস ক্যামেরায় একটি পাথরের ছবি উঠে এসেছে। সেটা থেকেই বিভ্রান্তি ছড়িয়েছে। ''

ছবিটি প্রথম প্রকাশিত হয়, ইউএফও ব্লগে। লাল গ্রহে প্রাণের হদিশ মিলেছে তা প্রমাণ করতেই ছবিটি দেওয়া হয়। নাসার মতে মঙ্গলে প্রাণ থাকার অনুকূল জলবায়ু নেই ফলে সেখানে কোনও বহির্বিশ্বের প্রাণীর চিহ্ন থাকা অসম্ভব।

 

.