হাফিজের বিচার, প্রতিশ্রুতি দিল না পাকিস্তান

ইসলামাবাদে ভারত-পাক স্বরাষ্ট্রসচিব পর্যায়ের দু`দিনের বৈঠক শেষ হল। মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদকে বিচারের কাঠগড়ায় তোলা নিয়ে এবারও পাকিস্তানের কাছে কোনও সুনির্দিষ্ট আশ্বাস মিলল না। আজ পাক অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিকের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিং।

Updated By: May 25, 2012, 04:07 PM IST

ইসলামাবাদে ভারত-পাক স্বরাষ্ট্রসচিব পর্যায়ের দু`দিনের বৈঠক শেষ হল। মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদকে বিচারের কাঠগড়ায় তোলা নিয়ে এবারও পাকিস্তানের কাছে কোনও সুনির্দিষ্ট আশ্বাস মিলল না। আজ পাক অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিকের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিং। সাক্ষাতের পর রেহমান মালিক বলেন, হাফিজ সইদ সম্পর্কে ভারতের দেওয়া তথ্যপ্রমাণ তাঁরা খতিয়ে দেখবেন। তবে, জামাত উদ-দাওয়া প্রধানের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়ার মতো জায়গায় তাঁরা নেই। ভিসা প্রক্রিয়া সরল করা নিয়ে চুক্তির আশা থাকলেও এবারের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে শেষ পর্যন্ত তা হল না। ইসলামাবাদের বক্তব্য, এনিয়ে রাজনৈতিক স্তরে আরও আলোচনা হওয়া দরকার। প্রসঙ্গত, বৃহস্পতিবার ইসলামাবাদে পাক অভ্যন্তরীণ সচিব খাজা সিদ্দিক আকবরের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছিলেন ভারতীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিং-সহ ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মোট ১২ জন প্রতিনিধি। দু`দিনের এই বৈঠকে পাক মাটিতে ভারত বিরোধী জঙ্গি সংগঠনগুলির প্রশিক্ষণ শিবির বন্ধ করা এবং ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হলেও কোনও ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়নি।

.