হাফিজ সইদ নিয়ে পাকিস্তানের ওপর চাপ বাড়াল ভারত
মুম্বই কাণ্ডের মুল চক্রী হাফিজ সইদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের ওপর চাপ বাড়াল ভারত। বৃহস্পতিবার ইসলামাবাদে পাক অভ্যন্তরীণ সচিব খাজা সিদ্দিক আকবরের সঙ্গে বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্রসচিব আর কে সিং।
মুম্বই কাণ্ডের মুল চক্রী হাফিজ সইদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের ওপর চাপ বাড়াল ভারত। বৃহস্পতিবার ইসলামাবাদে পাক অভ্যন্তরীণ সচিব খাজা সিদ্দিক আকবরের সঙ্গে বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্রসচিব আর কে সিং। ওই বৈঠকে মুম্বই মামলার বিচারপ্রক্রিয়ার শ্লথ গতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রসচিব আর কে সিং। পাশাপাশি দাউদ ইব্রাহিম এবং পলাতক ইন্ডিয়ান মুজাহিদিন সদস্যদের হস্তান্তরের দাবিও জানিয়েছে ভারত। সন্ত্রাস ইস্যুর পাশাপাশি বৈঠকে ভিসা সমস্যা, মাদক পাচারের মত বিষয়ে নিয়েও দুপক্ষের আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার ইসলামাবাদে শুরু হয়েছে ভারত-পাক স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। দু`দিনের এই বৈঠকে ১২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজকুমার সিং। ভারতীয় প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন, কেন্দ্রীয় গোয়েন্দাবিভাগ(আইবি)-র প্রধান নেচল সান্ধু এবং জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ)-র কর্ণধার এস সি সিনহা।
গত বছরের মার্চে শেষবার দিল্লিতে ভারত-পাক স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। গতমাসে, পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির এক দিনের সফরের সময় ভারত-বিরোধী সন্ত্রাস দমনে তাঁকে উদ্যোগী হওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহন-জারদারি বৈঠকের পর আজ স্বরাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনায় বসতে চলেছে দুই প্রতিবেশী দেশ।