WB Weather Update: আগামিকাল থেকেই পড়বে পারদ, ঠান্ডাতেও ভোগাবে বৃষ্টি!

WB Weather Update: আজ আসছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর পশ্চিম ভারতে বড়সড় হাওয়া বদলের ইঙ্গিত।  দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান

Updated By: Nov 14, 2024, 07:30 AM IST
WB Weather Update: আগামিকাল থেকেই পড়বে পারদ, ঠান্ডাতেও ভোগাবে বৃষ্টি!

অয়ন ঘোষাল: হওয়া বদল শুরু। কাল থেকে তাপমাত্রা বদল। উইকেন্ডে শীতের আমেজ শুরু। গোটা রাজ্যজুড়ে শীতের আমেজ এর সম্ভাবনা। ধীরে ধীরে নামবে পারদ। বইবে উত্তুরে হাওয়া। আজ বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি রাজ্য শুষ্ক থাকবে।

আরও পড়ুন-৩৬০ দিন পর ১০ ওভার করলেন শামি! ফেরার মঞ্চে কেমন হল পারফরম্যান্স? কী অবস্থায় বাংলা!

সিস্টেম

আজ আসছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর পশ্চিম ভারতে বড়সড় হাওয়া বদলের ইঙ্গিত।  দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান। এই নিম্নচাপ পশ্চিমমুখী অগ্রসর হবে। উত্তর তামিলনাডু ও দক্ষিণ অন্ধপ্রদেশ উপকূলে প্রভাব।

দক্ষিণবঙ্গে

কাল শুক্রবার থেকেই পারা পতন। পশ্চিমের জেলায় পারা পতন একটু বেশি। উইকেন্ডে শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। শুক্র শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশে।  ইতিমধ্যেই শ্রীনিকেতনে ১৭ ডিগ্রি সেলসিয়াসে পারদ। পুরুলিয়াতে ১৬ ডিগ্রি সেলসিয়াসে পারদ। আগামী দু-তিন দিনে আরো কিছুটা নামবে তাপমাত্রা। কলকাতায় রবিবার বা সোমবার ১৯ এর ঘরে নামতে পারে তাপমাত্রা।

উত্তরবঙ্গ

দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় আজ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পার্বত্য এই দুই জেলায় হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা থাকবে। বাকি উত্তরবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া। পার্বত্য এলাকায় জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার কিছুটা সৃষ্টি হবে। সকালের দিকে নিচের জেলা মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।

কলকাতা

হওয়া বদল শুরু। কাল থেকে তাপমাত্রা বদল। উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে নামতে পারে সোম মঙ্গলবার। কাল  শুক্রবার থেকে ভোরে ও রাতে হালকা শীতের আমেজ শুরু হবে। পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা।

কলকাতার তাপমান

আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯৫ শতাংশ।

ভিন রাজ্যে

আজ ও কাল কুয়াশা পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি উত্তর প্রদেশ হিমাচল প্রদেশে। পাঞ্জাব ও হিমাচল প্রদেশে কুয়াশা দাপট বেশি থাকবে।
ভারী বৃষ্টির পূর্বাভাস তামিলনাড়ু পন্ডিচেরি ও করাইকাল রাজ্যে। কেরল ও মাহেতে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ইয়ানামে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.