এক টুকরো প্যানকেক খেয়ে মৃত্যু নাবালিকার

Updated By: Oct 13, 2017, 12:59 PM IST
এক টুকরো প্যানকেক খেয়ে মৃত্যু নাবালিকার

ওয়েব ডেস্ক: নর্থওয়েস্ট লন্ডনে প্যানকেক খেয়ে মৃত্যু হল এক নাবালিকার। জানা গিয়েছে, প্যানকেক খেয়ে অ্যালার্জি হওয়ার কারণেই ন’বছর বয়সী ওই নাবালিকার মৃত্যু হয়েছে। সূত্রের খবর, নৈনিকা টিকু নামে ওই নাবালিকার 'ডেয়ারি প্রোডাক্ট' বা দুগ্ধজাত দ্রব্যে অ্যালার্জি ছিল। এদিন, সে তার বাবার কাছে প্যানকেক খেতে চায়। এবং প্যানকেকে ব্ল্যাকবেরিও দিতে বলে। এর আগে কোনওদিনও সে, এই ফলটি খায়নি। এদিন মাত্র এক কামড় প্যানকেক খাওয়ার পরই তার সারা শরীর নীল হয়ে যায়। পরিবারের লোকেরা যখন তাকে সুস্থ করার চেষ্টা করছেন, ঘটনার সঙ্গে সঙ্গে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং মৃত্যু ঘটে।

ব্রাউন নাকি সাদা? কোন ডিম বেশি উপকারী?

ঘটনার পর ওই নাবালিকার বাবা-মা সন্দেহ করছেন যে, খাবারে কোনও প্রকার বিষক্রিয়ার ফলেই নৈনিকার মৃত্যু হয়েছে। চলতি বছর মে মাসের শেষের দিকে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। তার পর থেকেই নাবালিকার বাবা-মা, অ্যালার্জির ফলে যাতে আর কারও প্রাণহানি না ঘটে, তার জন্য প্রচার শুরু করেন।

এলিয়েনরা কি আশপাশেই ঘুরছে? নতুন ভিডিও জুড়ে তোলপাড়

.