ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

Updated By: Oct 12, 2017, 07:15 PM IST
ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদন: যেখানেই দেখতে পাওয়া যাবে সেখান থেকেই গ্রেফতার করে আদালতে নিয়ে আসা হোক প্রাক্তন ক্রিকেটার তথা তেহরিক-ই-ইনসাফ (পাকিস্তান) প্রধান ইমরান খানকে, এমন পরোয়ানাই জারি করেছে পাক নির্বাচন কমিশন। সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও একটি মামলায় বারংবার আদালতে অনুপস্থিত থেকেছেন ইমরান, তাই তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে বলে খবর।    

কিন্তু পাক নির্বাচন কমিশনের জারি করা এই গ্রেফতারি পরোয়ানাকে মোটেই আমল দিচ্ছেন না ইমরান খান ও তাঁর দল। এই ধরনের পরোয়ানা জারি করার কোনও ক্ষমতা সে দেশের নির্বাচন কমিশনের নেই বলে দাবি পাক ক্রিকেট তারকার। তেহরিক-ই-ইনসাফ (পাকিস্তান)-এর পক্ষ থেকে বলা হয়েছে যে, এই গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে তাঁরা ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হবেন। পাশাপাশি, তহবিলে বিদেশি অর্থ গ্রহণের এই মামলায় নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই, ইমরানের আইনজীবী দুঃখপ্রকাশ করে একটি চিঠি পাঠিয়েছেন কমিশনে। কিন্তু, ইমরান নিজে সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে জানিয়েছেন, তিনি কখনই ক্ষমা চাননি, আসলে ওই চিঠি তাঁর আইনজীবী নিজের ইচ্ছায় পাঠিয়েছেন।

.