বুথেই জন্ম নিল মেয়ে, নাম রাখা হল 'ব্যালট'!

Updated By: Aug 10, 2017, 07:27 PM IST
বুথেই জন্ম নিল মেয়ে, নাম রাখা হল 'ব্যালট'!

ওয়েব ডেস্ক : ভোটগ্রহণ চলছে। নিজের ভোটটা নিজেই দেবেন বলে, গর্ভবতী অবস্থাতেও লাইনে দাঁড়িয়ে অপেক্ষারত মা। আর কিছুক্ষণ পরই ভোট দিতে ভেতরে ঢুকবে সে। এমন সময় হঠাত্ প্রসব যন্ত্রণা। শেষমেশ বুথের ভেতরই কন্যাসন্তানের জন্ম দিলেন ওই মহিলা। বুথের ভেতর ভোটের সময় জন্ম বলে, মেয়ের নামও রাখলেন 'ব্যালট'!

ঘটনাটি কেনিয়ার। কেনিয়ার প্রত্যন্ত ওয়েস্ট পোকট কাউন্ট্রিতে চলছিল ভোটগ্রহণ। গর্ভবতী পাউলিনা চেমান্যাং তাড়াতাড়ি ভোট দেবেন বলে, একটু আগেই পৌঁছে গিয়েছিলেন বুথে। বুথ থেকে সরাসরি হাসপাতালে যাবেন, এমনটাই ঠিক ছিল। কিন্তু লাইনে তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর হঠাতই প্রসব যন্ত্রণা অনুভব করেন চেমান্যাং। ভোটকেন্দ্রে উপস্থিত মহিলাদের সাহায্যেই জন্ম দেন ফুটফুটে এক মেয়ের।

ভোটকেন্দ্রের ভেতরই মেয়ের জন্মের জন্য চেমান্যাং সদ্যোজাত মেয়ের নাম রাখেন চেপকুরা। সোয়াহিলি ভাষায় এই 'কুরা' মানেই হল ব্যালট।

এমন উদাহরণ অবশ্য ভারতেও রয়েছে। GST লগ্নে রাজস্থানের এক গ্রামে জন্ম নেওয়া কন্যাসন্তানের নামও 'জিএসটি' রেখেছে ওই পরিবার।

আরও পড়ুন, 'অপবিত্র নয় ঋতুমতী মহিলা', আইন পাশ করে 'ছৌপদী' নিষিদ্ধের পথে নেপাল

.