অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলন ঠেকাতে নতুন কৌশল?

আপাতত স্থগিত থাকছে ঝুকোটি পার্ক পরিস্কারের কাজ। নিউ ইয়র্ক পুর নিগমের এই সিদ্ধান্তেও সিঁদূরে মেঘ দেখছেন আন্দোলনকারীরা। কারণ, অতীতে এই অস্ত্রেই আন্দোলনের রাশ টেনে ধরেছিলেন নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র।

Updated By: Oct 14, 2011, 09:13 PM IST

আপাতত স্থগিত থাকছে ঝুকোটি পার্ক পরিস্কারের কাজ। নিউ ইয়র্ক পুর নিগমের এই সিদ্ধান্তেও সিঁদূরে মেঘ দেখছেন আন্দোলনকারীরা। কারণ, অতীতে এই অস্ত্রেই আন্দোলনের রাশ টেনে ধরেছিলেন নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র। কিন্তু, এবার আর সেই দাওয়াই কাজে নাগানো যাবে না বলেই মনে করছেন অবস্থানকারীরা। কারণ কর্পোরেট দুনিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ওয়াল স্ট্রিট দখলের আন্দোলন এখন শিকড় ছড়িয়ে দিয়েছে মার্কিন মুলুকের অন্য প্রান্তেও। প্রতিদিনই স্ফীতকায় হচ্ছে আন্দোলন। ফলে, সেই ঢেউকে আর উপেক্ষা করার কোনও উপায়ও নেই। বেগতিক দেখে তাই আন্দোলনকারীদের তুলে দেওয়ার পরিকল্পনায় দাঁড়ি টানল নিউ ইয়র্ক পুর কর্তৃপক্ষ। ঝুকোটি পার্ক কর্তৃপক্ষ নাকি বৃহস্পতিবার রাতেই নোটিস দিয়ে জানিয়ে দিয়েছে ওয়াল স্ট্রিটের সামনের ওই উদ্যান আপাতত পরিস্কার করবে না তারা। আর সেই নোটিসকে ঢাল করেই আন্দোলনের আঁচ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেছে নিউ ইয়র্ক পুর নিগম। চার সপ্তাহ হল চলছে অক্যুপাই ওয়াল স্ট্রিট আন্দোলন। বেশি মুনাফার লোভ গ্রাস করেছে বিভিন্ন কর্পোরেট সংস্থার উচ্চপদাধিকারীদের। আর সেই উদগ্র লোভই ডেকে এনেছে বিপদ। প্রতিদিনই কাজ হারাচ্ছেন বহু মানুষ। তারই প্রতিবাদে শুরু হয়েছিল এই আন্দোলন। ক্রমশ তা ছড়িয়ে পড়েছিল মার্কিন মুলুকের অন্যপ্রান্তেও। স্বভাবতই নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসনও। ডেমোক্র্যাটরা বুঝতে পারছেন এই জনমতকে কোনওভাবেই ঠেকিয়ে রাখা সম্ভব নয়। তাই ডেমোক্র্যাটদের একটা বড় অংশই নেমেছেন সমর্থনের পথে। অন্যদিকে, আন্দোলনকারীদের প্রতিবাদের ভাষাকে অযাচিত বলে উল্লেখ করে বিরুদ্ধাচরণ করছেন রিপাবলিকানদের একটা বড় অংশ। কিন্তু, আন্দোলনের বিপুল পরিধি এখন রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে মার্কিন প্রশাসনের কপালে। তাই আন্দোলন দমানোর পথে হাঁটতে নারাজ তারা। তবে ঝুকোটি পার্ক পরিস্কার না করার সিদ্ধান্তেও সিঁদূরে মেঘ দেখছেন আন্দোলনকারীরা। কারণ অতীতে এই পন্থা অবলম্বন করেই আন্দোলনের টুঁটি চেপে ধরেছিলেন নিউ ইয়র্ক সিটির মেয়র মাইকেল ব্লুমবার্গ। কিন্তু, এবারের আন্দোলন ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে দেশের চোদ্দশো শহরে। একশো চল্লিশটি কলেজ ক্যাম্পাসেও পৌঁছে গিয়েছে আন্দোলনের শিকড়।

.