'না'-এ 'হ্যাঁ'-এর পরেও সঙ্কট কাটেনি, গ্রিস নিয়ে বৈঠকে ইউরো জোনের নেতারা
আর্থিক সঙ্কটে জেরবার গ্রিস। গণভোটে সিপ্রাস সরকারের পাশে দাঁড়িয়েছে দেশ। মত দিয়েছে 'না' ভোটের পক্ষে। কিন্তু সঙ্কট কাটেনি। বরং আরও ভয়াবহ হয়েছে। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিস। তাঁর জায়গায় আসছেন ইউক্লিড সাকালোটস। আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আর্থিক ত্রাণ নিয়ে একটা সমঝোতায় পৌছতে না পারলে ভেঙে পড়বে গ্রিসের ব্যাঙ্ক ব্যবস্থা।
ব্যুরো: আর্থিক সঙ্কটে জেরবার গ্রিস। গণভোটে সিপ্রাস সরকারের পাশে দাঁড়িয়েছে দেশ। মত দিয়েছে 'না' ভোটের পক্ষে। কিন্তু সঙ্কট কাটেনি। বরং আরও ভয়াবহ হয়েছে। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিস। তাঁর জায়গায় আসছেন ইউক্লিড সাকালোটস। আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আর্থিক ত্রাণ নিয়ে একটা সমঝোতায় পৌছতে না পারলে ভেঙে পড়বে গ্রিসের ব্যাঙ্ক ব্যবস্থা।
এসবের মধ্যেই আজ খুলে দেওয়া হচ্ছে ব্যাঙ্কগুলি। গতকালই গ্রিস নিয়ে আলোচনায় বসেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। গ্রিসের জনমতের পর নিজের অবস্থান আরও কঠোর করেছে জার্মানি। কঠোর মনোভাব নিয়েছে স্পেন, পর্তুগালও। এসবের মধ্যেই আজ ইউরোপীয় ইউনিয়নের সামিটে গ্রিস নিয়ে জরুরি বৈঠকে বসবেন ইউরো জোনের নেতারা।