বিদেশি উদ্ধারকারীদের দেশ ছাড়ার নির্দেশ নেপাল সরকারের

বিদেশি উদ্ধারকারী দলকে ফিরে যেতে বলল নেপাল সরকার। উদ্ধারের নামে দিল্লি নেপালের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাইছে বলে অভিযোগ করেছিলেন মাওবাদী নেতা প্রচণ্ড।

Updated By: May 4, 2015, 10:01 PM IST
বিদেশি উদ্ধারকারীদের দেশ ছাড়ার নির্দেশ নেপাল সরকারের

ওয়েব ডেস্ক: বিদেশি উদ্ধারকারী দলকে ফিরে যেতে বলল নেপাল সরকার। উদ্ধারের নামে দিল্লি নেপালের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাইছে বলে অভিযোগ করেছিলেন মাওবাদী নেতা প্রচণ্ড।
 
ভারতীয় মিডিয়ার বিরুদ্ধেও গত কয়েকদিন ধরে ক্ষোভ প্রকাশ করছিলেন নেপালি নাগরিকদের একাংশ। এই পরিস্থিতিতে আজ নেপালের তথ্য মন্ত্রী মীনেন্দ্র রিজল বলেন, কাঠমাণ্ডু ও সংলগ্ন এলাকায় উদ্ধারের কাজ শেষ হয়ে গিয়েছে। বাকিটা তাঁরাই সামলে নেবেন। ফলে বিদেশি উদ্ধারকারী দলগুলির আর থাকার দরকার নেই। এই মুহূর্তে নেপালে ৩৪টি দেশ উদ্ধারের কাজ চালাচ্ছে। ভূমিকম্পে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৭ হাজার ২৭৪।

.