ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে নেলসন ম্যান্ডেলা

ফুসফুসে সংক্রমণ নিয়ে ফের হাসপাতালে ভর্তি হলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের প্রবাদপ্রতিম নেতা নেলসন ম্যান্ডেলা। গত কয়েকদিন ধরেই তিনি ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। আজ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা সরকারী ভাবে এই ঘটনা স্বীকার করে নিয়েছেন।

Updated By: Jun 8, 2013, 02:23 PM IST

ফুসফুসে সংক্রমণ নিয়ে ফের হাসপাতালে ভর্তি হলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের প্রবাদপ্রতিম নেতা নেলসন ম্যান্ডেলা। গত কয়েকদিন ধরেই তিনি ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। আজ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা সরকারী ভাবে এই ঘটনা স্বীকার করে নিয়েছেন।
তবে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে ম্যান্ডেলার শারীরিক অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল আছে।
স্থানীয় সময় শনিবার রাত দেড়টা নাগাদ হটাৎ করে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্টের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে প্রেটোরিয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
চলতি বছরের জুলাইয়ে ৯৫ বছর পূর্ণ করবেন এই নোবেল শান্তি পুরষ্কার জয়ী। নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে ১০দিন হাসপাতালে থাকার পর এই বছরের এপ্রিলের ৬ তারিখ হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।
ফুসফুসের সমস্যা নিয়ে গত ছ`মাসের মধ্যে এই নিয়ে চারবার হাসপাতালে ভর্তি হলেন নেলসন ম্যান্ডেলা। এর সঙ্গেই দীর্ঘদিন ধরেই তিনি প্রস্টেট ক্যান্সারে ভুগছেন।

.