বিশ্বের একমাত্র ব্যতিক্রমী জাতীয় পতাকা

আপনি নিশ্চয়ই আপনার দেশকে খুব ভালোবাসেন। সেটাই তো স্বাভাবিক। আপনি যেমন আপনার দেশের জাতীয় পতাকাকে সম্মান দেন, নিশ্চয়ই তেমনই সম্মান দেন অন্য দেশের জাতীয় পতাকাকেও। ছেলেবেলা থেকেই দেখে এসেছেন সব দেশের জাতীয় পতাকা। কী দারুণ দেখতে লাগে তাই না?

Updated By: Mar 30, 2016, 04:20 PM IST
 বিশ্বের একমাত্র ব্যতিক্রমী জাতীয় পতাকা

ওয়েব ডেস্ক: আপনি নিশ্চয়ই আপনার দেশকে খুব ভালোবাসেন। সেটাই তো স্বাভাবিক। আপনি যেমন আপনার দেশের জাতীয় পতাকাকে সম্মান দেন, নিশ্চয়ই তেমনই সম্মান দেন অন্য দেশের জাতীয় পতাকাকেও। ছেলেবেলা থেকেই দেখে এসেছেন সব দেশের জাতীয় পতাকা। কী দারুণ দেখতে লাগে তাই না?

জাতীয় পতাকা নিয়ে যখন এত কথা হলই, তখন একটা প্রশ্ন করে ফেলা যাক, বলুন তো পৃথিবীর কোন দেশের জাতীয় পতাকা চতুর্ভুজ নয়? নেপাল হল বিশ্বের একমাত্র দেশ যাদের পতাকা চতুর্ভুজ নয়। খেয়াল করে দেখুন সব দেশের পতাকাই আসলে আয়তক্ষেত্র। কিন্তু নেপালের জাতীয় পতাকা ত্রিভুজ। কী তাইতো? বার বন্ধুদের সঙ্গে এই বিষয়ে গল্প করতে পারেন।

এই তথ্যটি নেওয়া হয়েছে 'অসাধারণ জ্ঞান' নামের বইটি থেকে। বইটি লিখেছেন স্বরূপ দত্ত এবং পার্থ প্রতিম চন্দ্র।

.