মঙ্গলের মাটি ছুঁয়ে ইতিহাস তৈরি করল 'Ingenuity'

'Ingenuity'মিশন ম্যানেজারস গ্রুপ থেকে এর প্রথম উড়ানের ছবিও শেয়ার করা হয়েছে।

Updated By: Apr 20, 2021, 10:14 PM IST
মঙ্গলের মাটি ছুঁয়ে ইতিহাস তৈরি করল 'Ingenuity'

নিজস্ব প্রতিবেদন: মহাকাশবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে প্রতিদিনই একটু-একটু করে নতুন অর্জন এগিয়ে দিচ্ছে মানবজাতিকে। যেমন এগিয়ে দিল নাসার মিনিয়েচার রোবট। 

Nasa-র Miniature Robot Helicopter, যার নাম Ingenuity, সেটি সফল ভাবে মঙ্গলপৃষ্ঠে অবতরণ করতে পারল। কোনও একটি গ্রহের ভূমিপৃষ্ঠে এটিই প্রথম এ-জাতীয় কোনও যানের (aircraft) অবতরণ।

আরও পড়ুন: রাইট ভাইদের স্মৃতিতে মঙ্গলে উড়ল না হেলিকপ্টার

এই যানটির উড়ানের সঙ্গে অবশ্য ছোট্ট একটি ইতিহাস জড়িত। এই গ্রহে প্রথম উড়োজাহাজের রূপকার রাইট ভ্রাতৃদ্বয়কে (Wright Brothers moment) শ্রদ্ধা জানিয়েই এই উড়ানের পরিকল্পনা নাসার।

লাল গ্রহের (Red Planet) এই সাফল্য এরপর এই ধরনের আরও নতুন অ্যাডভেঞ্চারের রাস্তা খুলে দেবে। নাসার তরফে জানানোও হয়েছে, Mars-এর এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে solar system-এর আরও নানা রহস্যভেদ সম্ভব হবে। হয়তো কোনও দিন Venus বা Saturn-এর চাঁদ Titan-এর রহস্যভেদও সম্ভব হবে।

আরও পড়ুন: ২০ লক্ষ বছর আগে অগ্ন্যুৎপাত ঘটেছিল মঙ্গলে, গর্ত ভরে উঠত বরফে!

.