ইস্ট এশিয়া সামিটে সন্ত্রাসবাদ রুখতে কড়া বার্তা নরেন্দ্র মোদীর
মালয়েশিয়ায় ইস্ট এশিয়া সামিট নিয়ে নরেন্দ্র মোদী সকাল থেকে একের পর এক টুইট করে চলেছেন। তাঁর সফর কর্মসূচীতে রয়েছে স্বামী বিবেকানন্দর মূর্তি উন্মোচন ও বিকেলে প্রবাসী ভারতীয়দের সঙ্গে একটি আলোচনা সভায় যোগদান।
ওয়েব ডেস্ক: মালয়েশিয়ায় ইস্ট এশিয়া সামিট নিয়ে নরেন্দ্র মোদী সকাল থেকে একের পর এক টুইট করে চলেছেন। তাঁর সফর কর্মসূচীতে রয়েছে স্বামী বিবেকানন্দর মূর্তি উন্মোচন ও বিকেলে প্রবাসী ভারতীয়দের সঙ্গে একটি আলোচনা সভায় যোগদান।
Will inaugurate a statue of Swami Vivekananda & later interact with Indian community at 6 PM (3:30 PM IST). Looking forward.
— Narendra Modi (@narendramodi) November 22, 2015
Spoke on need for closer economic cooperation, mitigating climate change & menace of terrorism at East Asia Summit. https://t.co/6FiY4ZYTYC
— Narendra Modi (@narendramodi) November 22, 2015
Showing the way. Many EAS leaders say India-Bangladesh Land & Maritime Boundary Agreements are a model for resolving disputes in the region
— Vikas Swarup (@MEAIndia) November 22, 2015
PM: Terrorism is no longer a peripheral problem for the region - its long shadow stretches across our world pic.twitter.com/dTKfsXTIBy
— Vikas Swarup (@MEAIndia) November 22, 2015
এছাড়াও নরেন্দ্র মোদী, সন্ত্রাস রুখতে এশীয় দেশগুলিকে সঙ্ঘবদ্ধ হয়ে কাজ করাতে টুইটে বার্তা দেন। সন্ত্রাসবাদ ছাড়াও মোদী স্মরণ করিয়ে দেন বৈদেশিক ও অভ্যন্তরীণ বিনিয়োগে ভারত সবথেকে বড় সহযোগী দেশ। ক্ষমতা আসার ১৮ মাস পর বিনিয়োগ বেড়েছে। আগের থেকে অর্থনীতি অনেকখানি চাঙ্গা হয়েছে। বিনিয়োগে সবথেকে বড় বাজার হতে চলেছে ভারত এই বার্তাই পৌঁছে দেন ইস্ট এশিয়া সামিটে।