লড়াকু নাডিনের মৃত্যুতে শোকস্তব্ধ দক্ষিণ আফ্রিকা
প্রয়াত হয়েছেন দক্ষিণ আফ্রিকার নোবেল পুরস্কার জয়ী সাহিত্যিক নাডিন গর্ডিমার। সোমবার তাঁর পরিবারের সূ্ত্রে মৃত্যুর খবর জানানো হয়। ৯০ বছর বয়সে মৃত্যু হল তাঁর। রবিবার সন্ধেয় জোহানেসবার্গে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রয়াত হয়েছেন দক্ষিণ আফ্রিকার নোবেল পুরস্কার জয়ী সাহিত্যিক নাডিন গর্ডিমার। সোমবার তাঁর পরিবারের সূ্ত্রে মৃত্যুর খবর জানানো হয়। ৯০ বছর বয়সে মৃত্যু হল তাঁর। রবিবার সন্ধেয় জোহানেসবার্গে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
দক্ষিণ আফ্রিকার গটেঙ্গে ১৯২৩ সালে জন্ম নাডিনের। ১৯৯১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি। ১৯৫২ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম ছোট গল্পের সংকলন দ্য সফট ভয়েস অফ দ্য সারপেন্ট। তাঁর লেখায় বারে বারে ফিরে এসেছে আফ্রিকায় কাল চামড়ার মানুষদের বঞ্চনার, লড়াইয়ের কাহিনি। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস নিষিদ্ধ থাকার সময়ে তিনি সক্রিয় যোগদান করেন। এইডস নিয়ে সতর্কতা গড়ে তুলতেও সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি।
তাঁর মৃত্যু শুধু সাহিত্য জগতে নয়, সমগ্র জাতির কাছেই বড় ক্ষতি।