মুসলিম প্রধান দেশগুলিতেই তালাবন্ধ তালাক প্রথা

তালাক নিয়ে তুলকালাম ভারতে। অথচ পৃথিবীর অন্যান্য মুসলিম প্রধান দেশে ছবিটা ঠিক কেমন জানেন? জানলে চমকে উঠবেন-

Updated By: May 18, 2017, 09:44 PM IST
মুসলিম প্রধান দেশগুলিতেই তালাবন্ধ তালাক প্রথা

ওয়েব ডেস্ক: তালাক নিয়ে তুলকালাম ভারতে। অথচ পৃথিবীর অন্যান্য মুসলিম প্রধান দেশে ছবিটা ঠিক কেমন জানেন? জানলে চমকে উঠবেন-

  • বিশ্বের সর্বাধিক মুসলিম ধর্মাবলম্বী মানুষের বাস যে ইন্দোনেশিয়ায় সেখানে তালাকের মাধ্যমে তাত্ক্ষণিক বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা নিষিদ্ধ।
  • এছাড়াও তুরস্ক, ইরান এবং ইরাকেও তালাক ব্যবস্থা আজ ইতিহাস।
  • প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কাও তালাকে তালা ঝুলিয়ে দিয়েছে।  

প্রসঙ্গত, তালাক ইসলামের অবিচ্ছেদ্য অংশ নয় এবং এই ব্যবস্থা সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারের পরিপন্থী বলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে ভারত সরকার। সেই মামলায় টানা 6দিন শুনানির পর আজই ভারতের সুপ্রিম কোর্ট রায ঘোষণা না করে মামলাটি মুলতুবি রেখেছে। সম্ভবত, জুলাইতে ঘোষিত হতে পারে এই রায়। (আরও পড়ুন- কুলভূষণ মামলায় আন্তর্জাতিক আদালতের রায় মানতে নারাজ পাকিস্তান)

.