নয়া ট্যাবলয়েড রুপার্ট মার্ডকের

প্রায় সাত মাস আগে আড়ি পাতা কেলেঙ্কারির জেরে দেড়শো বছরের প্রাচীন ব্রিটিশ পত্রিকা `নিউজ অফ দ্য ওয়ার্ল্ড` বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন তিনি। এবার মিডিয়া ব্যারন রুপার্ট মার্ডকের হাত ধরেই আত্মপ্রকাশ করল নয়া ট্যাবলয়েড `সান অন সানডে`।

Updated By: Feb 27, 2012, 05:56 PM IST

প্রায় সাত মাস আগে আড়ি পাতা কেলেঙ্কারির জেরে দেড়শো বছরের প্রাচীন ব্রিটিশ পত্রিকা `নিউজ অফ দ্য ওয়ার্ল্ড` বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন তিনি। এবার মিডিয়া ব্যারন রুপার্ট মার্ডকের হাত ধরেই আত্মপ্রকাশ করল নয়া ট্যাবলয়েড `সান অন সানডে`।
নতুন পত্রিকা প্রকাশের জন্য গত সপ্তাহেই আমেরিকা থেকে লন্ডনে চলে আসেন আসেন মার্ডক। উত্তর লন্ডনের হার্টফোর্ডশায়ারে `সান অন সানডে`র প্রথম সংস্করণ প্রকাশের কাজ সামনে থেকে দেখভালও করেন তিনি। রবিবার আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন নয়া দৈনিক ট্যাবলয়েড। ব্রিটেনের মিডিয়া বিশেষজ্ঞদের অনুমান, `নিউজ অফ দ্য ওয়ার্ল্ড` বন্ধ করে দেওয়ার পর ব্রিটিশ জনতার আস্থা ফেরাতেই ঢাকঢোল পিটিয়ে তুলে নয়া পত্রিকাটি প্রকাশ করলেন মার্ডক। শুধু প্রচারের ঝড় নয়, দামের দিক থেকেও প্রতিদ্বন্দ্বী ট্যাবলয়েডগুলিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছেন তিনি। ‘দ্য সান অন সানডে’র দাম মাত্র ৫০ পেন্স। ফলে প্রতিযোগিতার আসরে টিকে থাকতে ইতিমধ্যেই `ডেইলি স্টার সানডে` দাম কমাতে বাধ্য হয়েছে। এখনও দাম না কমালেও `দ্য সানডে মিরর`ও সেই পথে হাঁটতে চলেছে বলেই খবর মিডিয়া মহলে। প্রসঙ্গত, ৪৩ বছর আগে `দ্য সান` পত্রিকা প্রকাশ করেছিলেন রুপার্ট মার্ডক। বর্তমানে রানির মুলুকের জনপ্রিয় পত্রিকাগুলির তালিকায় রয়েছে এই দৈনিকটি।

.