`মিস্টার কুত্সিত`-এর খেতাব জিতে বেজায় খুশি উইলিয়ামস
তিনি হলেন মিস্টার আগলি। তাঁর থেকে কুত্সিত আর কেউ নেই। এমন শিরোপা পাওয়ার পর জিম্বাবোয়ের উইলিয়াম মাসভিনহু বেজায় খুশি। পরপর দুবার মিস্টার আগলিএস্ট-এর খেতাব জিতে ফেললেন উইলিয়াম। `মিস্টার হ্যান্ডস্যাম`-এর ঠিক উল্টোটা হল `মিস্টার আগলি`। উইলিয়াম এবার এই খেতাব জিতে পেলেন ট্রফি, ডলার আর ছেলে মেয়েদের সারাবছরের পড়াশোনা করার খরচ।
তিনি হলেন মিস্টার আগলি। তাঁর থেকে কুত্সিত আর কেউ নেই। এমন শিরোপা পাওয়ার পর জিম্বাবোয়ের উইলিয়াম মাসভিনহু বেজায় খুশি। পরপর দুবার মিস্টার আগলিএস্ট-এর খেতাব জিতে ফেললেন উইলিয়াম। `মিস্টার হ্যান্ডস্যাম`-এর ঠিক উল্টোটা হল `মিস্টার আগলি`। উইলিয়াম এবার এই খেতাব জিতে পেলেন ট্রফি, ডলার আর ছেলে মেয়েদের সারাবছরের পড়াশোনা করার খরচ।
উইলিয়ামস বলছেন, কুত্সিত হওয়া দারুণ ব্যাপার। নিজেকে বেশ খোলামেলা রাখা যায়। যুক্তি হিসাবে বলেছেন, সুন্দর হলে ভাল জামা, ভাল প্যান্ট, অনেক টাকা খরচ করে চুল দাড়ি কাটা, ক্রিম লাগানো... আরও কত কিছু করতে হয়। কিন্তু কুত্সিত লোকেদের ওসব করার দরকার হয় না। আমাদের সৌন্দর্যটা মনের মধ্যে থাকে। তাই আমি কুত্সিত হওয়া সত্ত্বেও আমায় সবাই ভালবাসে।