নিরাপত্তার স্বার্থে ১৫ লিটার স্তন্যদুগ্ধ ফেলে দিতে বাধ্য হলেন মহিলা
পরিবহন দপ্তরের নিয়ম নেই। তাই বিমানবন্দরের সিকিউরিটি চেকিংয়ের সময় প্রায় ১৫ লিটার স্তন্যদুগ্ধ ফেলে দিতে বাধ্য হলেন এক মহিলা। ঘটনাস্থল লন্ডনের হিথরো বিমানবন্দর।
Updated By: Apr 24, 2016, 09:34 PM IST
ওয়েব ডেস্ক : পরিবহন দপ্তরের নিয়ম নেই। তাই বিমানবন্দরের সিকিউরিটি চেকিংয়ের সময় প্রায় ১৫ লিটার স্তন্যদুগ্ধ ফেলে দিতে বাধ্য হলেন এক মহিলা। ঘটনাস্থল লন্ডনের হিথরো বিমানবন্দর।
এই ঘটনার পর ক্ষুব্ধ ওই মহিলা, জেসিকা কোকলে মার্টিনেজ খোলা চিঠি লিখেছেন ফেসবুকে। তিনি লিখেছেন, “আমি আপমানিত। আমার আট মাসের ছেলে আমার সঙ্গে ছিল না। আমার সন্তানের প্রায় ২ সপ্তাহের খাবার ওদের জন্য নষ্ট হল।”
হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে তরল পদার্থ নিয়ে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্টি কিছু নিয়ম আছে। কোনও কন্টেনার বা স্বচ্ছ ব্যাগে ১০০ মিলিলিটার তরল নিয়ে যাওয়া যেতে পারে। তার বেশি নয়।