শীতের আমেজ ফেরাতে কৃত্রিম তুষারপাত মস্কোর রাস্তায়!
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো...
নিজস্ব প্রতিবেদন: বিগত দিন দশকে এমন উষ্ণ ডিসেম্বর দেখেনি এখানকার মানুষ। শেষ ডিসেম্বরে তাপমাত্রা অন্যান্য বছরের তুলনায় এতটাই বেশি ছিল যে সে ভাবে তুষারপাতই হয়নি। কিন্তু বরফে ঢাকা রাস্তা ছাড়া মস্কোয় বর্ষবরণ কি মানায়! তাই সাধারণ মানুষকে শীতের অনুভূতি দিতে কৃত্রিম ভাবেই মস্কোর রাস্তায় তুষারপাতের ব্যবস্থা করল স্থানীয় প্রশাসন! যার কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট হয়েছে। ওই ছবিগুলিতে দেখা যাচ্ছে, রাস্তার দু’ধারে বরফ জমে রয়েছে। আসলে ওই বরফ মোটেই প্রাকৃতিক ভাবে তুষারপাতের ফলে জমেনি, মস্কোর প্রশাসনের উদ্যোগে কয়েকশো টন বরফ ট্রাকে করে এনে রাস্তার চারিধারে ছড়িয়ে দেওয়া হয়েছে।
На Тверскую улицу завезли снег и перекрыли её для автомобилей.
Улицы Тверская, Моховая, Охотный ряд и Театральный проезд будут пешеходными до 22:00 6 января.
С московским бюджетом можно все купить. Даже зиму pic.twitter.com/lGxEBizRzT
— Дикая Москва (@WildWildMoscow) December 28, 2019
আরও পড়ুন: দাবানলে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, ঘর ছাড়া হাজার হাজার মানুষ
ডিসেম্বর মানেই মস্কোয় তুষারপাত দেখা যায়। বরফে ঢেকে যায় রাস্তাঘাট। কিন্তু শেষ ডিসেম্বরে এই চেনা দৃশ্যটা সে ভাবে দেখা যায়নি এখানে। ৩০ ডিসেম্বর সামান্য তুষারপাত হলেও রাস্তায় বরফ জমার আগেই তা গলে যায়। তার পরই শীতের আমেজ ফেরাতে কৃত্রিম ভাবে তুষারপাতের ব্যবস্থা করে মস্কোর প্রশাসন।