Sri Lanka: দেখুন, কীভাবে মাথা ঝুঁকিয়ে মৃত প্রভুকে শ্রদ্ধা জানাল শোকার্ত এই হনুমান...
Monkey Attends Last Rites of Man: মানুষ আর মনুষ্যেতর প্রাণীর সম্পর্ক নিয়ে কাহিনি কিছু কম নেই। সাহিত্যে বা সিনেমায় তার নানা ঘটনা। কিন্তু সেই পরিসংখ্যানেই এ ঘটনা নতুন সংযোজন। এই ঘটনার ভিডিয়ো দেখে নেটাগরিকদের চোখে জল চলে এসেছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওরা তো বিশেষ কিছু চায় না। একটু সহানুভূতি, একটু ভালোবাসা; খিদের সময়ে তাড়িয়ে না দিয়ে একটু খাবারদাবার দেওয়া! ব্যস! এটুকুই। প্রতিদানে ওরা আপনার জন্যে যা করতে পারে, তা ভেবে হয়তো বিস্মিত না হয়ে পারবেন না আপনি। একটি হনুমানের বিষয়ে কথা হচ্ছে। শ্রীলঙ্কার এক হনুমান। সে এক অবাক করা কাণ্ড করেছে। তার 'প্রভু', কিংবা হয়তো ঠিক প্রভু বলা যায় না; বলা ভাল, যে-ব্যক্তি হনুমানটিকে তাড়িয়ে-খেদিয়ে না দিয়ে খেতে-টেতে দিতেন, তাঁর মৃত্যুতে রীতিমতো শোকবিহ্বল হয়ে পড়ে হনুমানটি; শুধু তা-ই নয়, সে শোক জ্ঞাপন করতেও আসে। এসে মৃতের মাথার কাছে বসে, তাঁর কপালে হাত রাখে।
মানুষ আর মনুষ্যেতর প্রাণীর সম্পর্ক নিয়ে কাহিনি কিছু কম নেই। সাহিত্যে বা সিনেমায় তার নানা ঘটনা। কিন্তু সেই পরিসংখ্যানেই এ ঘটনা নতুন সংযোজন। এই ঘটনার ভিডিয়ো দেখে নেটাগরিকদের চোখে জল চলে এসেছে। কী দেখা গিয়েছে ভিডিয়োটিতে?
আরও পড়ুন: Steve Jobs' Sandals: এ যুগের পাদুকাপুরাণ! নিলামে উঠেছে এটি; কার এই চটিজোড়া?
সেই মৃত ব্যক্তির দেহ শোয়ানো রয়েছে। শেষকৃত্য হবে। সমস্ত আয়োজন চলছে। এমন সময়ে সেই হনুমানটি এসে বসে তার প্রিয় মানুষটির মাথার কাছে। বসে তার কপালে হাত রাখে। শুধু তাই নয়, সে মাথা ও শরীর খানিক ঝুঁকিয়ে যেন শ্রদ্ধাও জানায়। মৃতের গলার মালা সরায়। হাতটা খুঁজতে চায় যেন। কিংবা যেন বলতে চায়, এভাবে ব্যাপারটা ঘটতে পারে না, মানুষটির মৃত্যু বা ঘুম, তা যা-ই হোক, সেখান থেকে যেন তাঁর ফিরে আসা উচিত।
A monkey paying tribute at the #funeral of its master in #Batticaloa.#truelove. pic.twitter.com/Yf3XjRYXwc
— Aslaw CC (@effay123) October 19, 2022
উপস্থিত সকলেই হনুমানটির এই আচরণ দেখে শোকবিহ্বল হয়ে পড়েন। সকলরই মন খারাপ হয়ে যায়। শোকের পরিবেশ হনুমানটি তার আচরণ দিয়ে শোক যেন আর বহুগুণ বাড়িয়ে দেয়।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)