মার্কিন দেশে আতঙ্ক জাগিয়ে ৯/১১-এর আগে হাজির নতুন `লাদেন` মোখতার বেলমোখতার
লাদেনকে মাঝসমুদ্রে কবর দিয়েছে আমেরিকা। তারপরেও শান্তি নেই। ১১ সেপ্টেম্বরের ১২ বছর পূর্তিতে আবার ফিরে এলেন লাদেন। নতুন রূপে। নতুন দেশে। লাদেনকে মাঝসমুদ্রে কবর দিয়েছে আমেরিকা। তারপরেও শান্তি নেই।
লাদেনকে মাঝসমুদ্রে কবর দিয়েছে আমেরিকা। তারপরেও শান্তি নেই। ১১ সেপ্টেম্বরের ১২ বছর পূর্তিতে আবার ফিরে এলেন লাদেন। নতুন রূপে। নতুন দেশে। লাদেনকে মাঝসমুদ্রে কবর দিয়েছে আমেরিকা। তারপরেও শান্তি নেই।
মার্কিন শিরদাঁড়ায় শিরশিরানি ধরাতে হাজির মোখতার বেলমোখতার। সঙ্গে রক্তের নামে শপথ নেওয়া তাঁর সামরিক বাহিনী। ৯/১১ বার্ষিকীর ঠিক আগে তারা প্রকাশ করেছে তাদের ভিডিও। ভিডিওয় আলজিরিয়ার আমেনাস গ্যাস ফিল্ড এবং নাইজারে একটি ফরাসি ইউরেনিয়াম খনিতে নাশকতার দায় স্বীকার করা হয়েছে। আলজিরিয়ায় গত জানুয়ারির হামলার পিছনেও বেলমোখতারের হাত রয়েছে বলে সন্দেহ। ওই হামলায় ৩৮জন পশ্চিমী পর্যটকের মৃত্যু হয়েছিল।
বেলমোখতার দাবি করেছেন, তাঁর অনুগামীরা উত্তর আফ্রিকায় সমস্ত দেশেই সক্রিয়। ফ্রান্সের কোমর ভেঙে দিতে তাঁরা উত্তর আফ্রিকায় আলকায়দার হাত শক্ত করবেন বলেও জানিয়ে দিয়েছেন বেল মোখতার। বেল মোখতারের হুমকি শত্রুরা যদিও স্বর্গেও চলে যান, সেখানেও পিছু ধাওয়া করে তিনি তাঁদের খুন করবেন। নিজেকে ইসলামে বর্ণিত জিহাদি কমান্ডার আবু আবদুল্লা আল সুদানির বর্তমান রূপ হিসেবে বর্ণনা করেছেন মোখতার।