বন্ধু পুতিনকে নিউক্লিয়ার প্লান্টে আমন্ত্রণ মোদীর

ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদী। সোমবার চিনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরই পুতিনের সঙ্গে বৈঠকের কথা ছিল মোদীর। এ দিন বৈঠকে আগামী ডিসেম্বর মাসে পুতিনকে ভারতে আসতে আমন্ত্রণ জানান মোদী। পরে সে কথা টুইট করেন মোদী।

Updated By: Jul 16, 2014, 04:22 PM IST
বন্ধু পুতিনকে নিউক্লিয়ার প্লান্টে আমন্ত্রণ মোদীর

ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদী। সোমবার চিনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরই পুতিনের সঙ্গে বৈঠকের কথা ছিল মোদীর। এ দিন বৈঠকে আগামী ডিসেম্বর মাসে পুতিনকে ভারতে আসতে আমন্ত্রণ জানান মোদী। পরে সে কথা টুইট করেন মোদী। এ দিন ব্রিকস সামিটে ভারত-রাশিয়া কূটনৈতিক সম্পর্ক জোরালো করতে পুতিনের ভূমিকার প্রশংসা করেন মোদী। স্বাধীনতার পর থেকে ভারতের অর্থনীতি ও প্রতিরক্ষায় আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক সাহায্য প্রাপ্তির ক্ষেত্রে রাশিয়ার বন্ধুতার প্রশংসাও করেন মোদী। নতুন সরকারের বিদেশ নীতিতে রাশিয়া সবসময় উপরের দিকে থাকবে বলেও আশ্বাস দেন মোদী। এর আগে ২০০১ সালে মস্কোতে পুতিনের সঙ্গে দেখা করে মোদী বলেছিলেন, একজন শিশুকেও যদি জিজ্ঞেস করা হয় ভারতের সবথেকে কাছের বন্ধু কে, সে বলবে রাশিয়া। কারণ, ভারতের কঠিন সময়ে রাশিয়া ভারতের পাশে ছিল। এ দিন মোদী নিউক্লিয়ার শক্তি, মহাকাশ গবেষণা, বাণিজ্য ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরালো করার ওপর জোর দেন। আগামী ডিসেম্বরে দিল্লিতে অ্যানুয়াল সামিটের দিকে তাকিয়ে রয়েছে দুদেশই।

.