মোদীর রক কনসার্ট

রাজনীতির  মঞ্চে বহুবার বক্তব্য রেখেছেন। খুব মেপে কথা বলেন। যে সব সাংবাদিকরা লোকসভা নির্বাচনের আগে তাঁর সানিদ্ধে এসেছিলেন, তাঁরা বলেন সামাবেশে বক্তব্য রাখার রিতিমত তালিম চলত তাঁর বাড়িতে। কিন্তু এই মঞ্চে তিনি নেহাতই নবাগত। তাই একটু বুক ধরপর করছিল হয়তো...

Updated By: Sep 28, 2014, 11:57 AM IST
 মোদীর রক কনসার্ট

নিউ ইয়র্ক: রাজনীতির  মঞ্চে বহুবার বক্তব্য রেখেছেন। খুব মেপে কথা বলেন। যে সব সাংবাদিকরা লোকসভা নির্বাচনের আগে তাঁর সানিদ্ধে এসেছিলেন, তাঁরা বলেন সামাবেশে বক্তব্য রাখার রিতিমত তালিম চলত তাঁর বাড়িতে। কিন্তু এই মঞ্চে তিনি নেহাতই নবাগত। তাই একটু বুক ধরপর করছিল হয়তো...

তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতরাতে  একটি রক কনসার্টের মঞ্চ কাপালেন। না রক গানে নয়। চেনা বক্তৃতায়। নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে তখন থিক থিকে ভিড়। ভারতীয় পোশাকে একবয়স্ক ব্যক্তি মঞ্চে।" গ্লোবাল সিটিজন ফেস্টিভল' উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে বিশ্বের যুব সমাজকেই এগিয়ে রাখলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। সংস্কৃত-ইংরাজি-হিন্দি তিনটি ভাষা মেশানো মোদীর সাত মিনিটের বক্তব্যর সার ছিল "বিশ্ব শান্তি'। প্রথমেই   মার্কিন ভিড়ের মন জিতলেন "নমস্কারে'।

কনসর্টের শুরুতে হলিউড অভিনেতা হুগ জ্যাকম্যানের সঙ্গে হাতে হাত ধরে মঞ্চে দেখা যায় নরেন্দ্র মোদীকে।  যেসব দর্শক টেলিভিশন, ল্যাপটপ ও ফোনে মুখ গুঁজে কনসার্ট দেখছেন ,তাঁদের মোদী বললেন "নমস্তে'।

পার্কে উপস্থিত যুব সম্প্রদায়কে মোদীর বার্তা ছিল, ""কারণ আপনারাই ভবিষ্যৎ। আপনারা আজ যা করবেন, তা আমাদের ভবিষ্যৎ নির্ণয় করবে। আমি এখানে এসে অনেক আশা দেখতে পারছি। যাতে রয়েছে ভবিষ্যতের আত্মবিশ্বাস।''

 

.