'বিপজ্জনক প্রবণতা', দু'বারে দু'ধরনের টিকার ডোজ নেওয়া নিয়ে সতর্ক করল WHO
মিশ্র টিকার কার্যকারিতা সম্পর্কে এখনও কোনও স্পষ্ট তথ্য নেই: WHO-এর প্রধান বিজ্ঞানী
নিজস্ব প্রতিবেদন: প্রথম ডোজে নিলেন একটি টিকা, দ্বিতীয় ডোজে অন্য একটি টিকা। অর্থাৎ দুটিডোজে দু'ধরনের টিকা।
এই কীর্তি ঘটানোর কথা ভাবছেন অনেকেই। বিশেষ করে টিকার সংকট দেখা দেওয়ায় এই ভাবনা ঘুরপাক খাচ্ছে অনেকের মাথায়। কিন্তু ভুলেও এই কাজটি করবেন না। এর ফল হতে পারে মারাত্মক। এই মিশ্র টিকা নেওয়ার বিষয়টিকে বিপজ্জনক প্রবণতা বলে উল্লেখ করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান বিজ্ঞানী ডক্টর সৌম্য স্বামীনাথন।
জানান, ইতিমধ্যে তাঁদের কাছে এই মিশ্র টিকার বিষয়ে জানতে চেয়েছেন অনেকে। প্রথম ডোজটি একটি টিকা নিয়ে দ্বিতীয় ডোজে অন্য টিকা নেওয়া যায় কিনা এই বিষয়ে জানতে চেয়েছেন তাঁরা। WHO-এর প্রধান বিজ্ঞানীর বক্তব্য, যেহেতু এই মিশ্র টিকার কার্যকারিতা সম্পর্কে এখনও কোনও স্পষ্ট তথ্য নেই, তা এই টিকা না নেওয়াই শ্রেয়।
আরও পড়ুন: VSS Unity: নিজের তৈরি রকেটেই মহাশূন্য ভ্রমণ, স্বপ্নপূরণ ব্র্যানসনের
আরও পড়ুন: Mehul Choksi: স্বাস্থ্যের অবনতি চোকসির, Dominica হাইকোর্টে জামিন মঞ্জুর
Pfizer-BioNTech, Moderna, University of Oxford-AstraZeneca, Bharat Biotech এবং রাশিয়ার Sputnik V সবকটাই দুই ডোজের টিকা। তবে রুশ টিকাটির একটি সিঙ্গেল ডোজের টিকাও রয়েছে, যার নাম Sputnik V Lite।। Johnson & Johnson-এর করোনা টিকাটিও সিঙ্গেল ডোজের। এই প্রসঙ্গে ডক্টর স্বামীনাথন বলেন, ''মিশ্র টিকা নিয়ে বর্তমানে বহু গবেষণা চলছে। আমাদের অপেক্ষা করা দরকার। আশা করি সেটাই ভাল হবে।'