তিনদিনের লড়াই শেষে জঙ্গি মুক্ত নাইরোবির মল

টানা তিনদিনের লড়াই শেষ। অবশেষে জঙ্গিমুক্ত নাইরোবির ওয়েস্টগেট শপিংমল। কেনিয়ার সরকারি সংবাদমাধ্যম সিটিজেন চ্যানেল জানিয়েছে, সেনার সঙ্গে লড়াইয়ে মলের ভিতর লুকিয়ে থাকা ১৫ জঙ্গিরই মৃত্যু হয়েছে। মলের দখল নিয়েছে সেনা।

Updated By: Sep 24, 2013, 07:53 PM IST

টানা তিনদিনের লড়াই শেষ। অবশেষে জঙ্গিমুক্ত নাইরোবির ওয়েস্টগেট শপিংমল। কেনিয়ার সরকারি সংবাদমাধ্যম সিটিজেন চ্যানেল জানিয়েছে, সেনার সঙ্গে লড়াইয়ে মলের ভিতর লুকিয়ে থাকা ১৫ জঙ্গিরই মৃত্যু হয়েছে। মলের দখল নিয়েছে সেনা।
হামলাকারী আল শাহবাব জঙ্গিদের মধ্যে দু থেকে তিনজন মার্কিন ও বিট্রিশ মহিলা ছিল বলে দাবি করেছেন কেনিয়ার বিদেশমন্ত্রী আমিনা মহম্মদ। অন্যদিকে,  শপিং মলে জঙ্গি হামলার ঘটনায় সরকারিভাবে এখনও পর্যন্ত ৬৫ জনের মৃত্যুর খবর জানানো হলেও, বেসরকারি মতে সংখ্যাটা অনেক বেশি। শপিং মলে জঙ্গি হামলার ঘটনার কড়া নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পরিস্থিতি মোকাবিলায় কেনিয়া সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

.