সোমালিয়ায় প্রেসিডেন্টের রাজপ্রাসাদে জঙ্গিহানা, নিহত ১২
সোমালিয়ায় প্রেসিডেন্টের রাজপ্রাসাদে জঙ্গিহানায় মৃত্যু হল ১২ জনের। নিহতদের মধ্যে একজন সোমালিয়ার প্রধানমন্ত্রীর সচিব। এছাড়াও এক সরকারি আধিকারিক এবং এক সেনাকর্মীর মৃত্যু হয়েছে। সংঘর্ষে মৃত্যু হয়েছে নয় জঙ্গিরও।
Updated By: Feb 22, 2014, 01:36 PM IST
সোমালিয়ায় প্রেসিডেন্টের রাজপ্রাসাদে জঙ্গিহানায় মৃত্যু হল ১২ জনের। নিহতদের মধ্যে একজন সোমালিয়ার প্রধানমন্ত্রীর সচিব। এছাড়াও এক সরকারি আধিকারিক এবং এক সেনাকর্মীর মৃত্যু হয়েছে। সংঘর্ষে মৃত্যু হয়েছে নয় জঙ্গিরও।
তাদের মধ্যে দুজন আত্মঘাতী জঙ্গিও ছিল। আল শাদাব জঙ্গিগোষ্ঠী এই হামলা চালায় বলে অভিযোগ। হামলার আগে রাজপ্রাসাদের সামনে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনার সময় প্রেসিডেন্ট হাসান শেখ মাহামুদ প্রাসাদেই ছিলেন। তিনি নিরাপদেই রয়েছেন। ঘটনার নিন্দা করেছে রাষ্ট্রসংঘ।