৪৩ ছাত্রের মৃত্যুর প্রতিবাদে জ্বলছে মেক্সিকো, আইনসভায় আগুন লাগাল বিদ্রোহীরা

মেক্সিকোয় বিদ্রোহের আগুন আগেই ছড়িয়েছিল। এবার সেই আগুন থেকে রেহাই পেল না আইনসভাও। বৃহস্পতিবার মেক্সিকোর গুয়েরেরো প্রদেশের আইনসভায় ঢুকে পড়ে বিদ্রোহীরা। আগুন ধরিয়ে দেওয়া হয় অধিবেশন কক্ষে। ড্রাগ মাফিয়া এবং দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মীদের হাতে ৪৩ জন ছাত্রের মৃত্যু ঘিরে গত কয়েকদিন থেকে অগ্নিগর্ভ মেক্সিকো। দুর্নিতির প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শুরু হয়েছে বিদ্রোহ। রাজধানী মেক্সিকো সিটির সহ অন্য প্রদেশগুলিতেও বিদ্রোহ ছড়িয়ে পড়েছে।

Updated By: Nov 14, 2014, 11:13 AM IST
৪৩ ছাত্রের মৃত্যুর প্রতিবাদে জ্বলছে মেক্সিকো, আইনসভায় আগুন লাগাল বিদ্রোহীরা

মেক্সিকো সিটি: মেক্সিকোয় বিদ্রোহের আগুন আগেই ছড়িয়েছিল। এবার সেই আগুন থেকে রেহাই পেল না আইনসভাও। বৃহস্পতিবার মেক্সিকোর গুয়েরেরো প্রদেশের আইনসভায় ঢুকে পড়ে বিদ্রোহীরা। আগুন ধরিয়ে দেওয়া হয় অধিবেশন কক্ষে। ড্রাগ মাফিয়া এবং দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মীদের হাতে ৪৩ জন ছাত্রের মৃত্যু ঘিরে গত কয়েকদিন থেকে অগ্নিগর্ভ মেক্সিকো। দুর্নিতির প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শুরু হয়েছে বিদ্রোহ। রাজধানী মেক্সিকো সিটির সহ অন্য প্রদেশগুলিতেও বিদ্রোহ ছড়িয়ে পড়েছে।

গত সপ্তাহের শনিবার রাতে মেক্সিকো সিটিতে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিইতোর সেরেমোনিয়াল হাউসের দরজার সামনে আগুন লাগিয়ে দেয় প্রতিবাদীরা। হাজার হাজার মেক্সিকোবাসী আগেই ৪৩ ছাত্রে নিখোঁজ ও মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নেমে ছিলেন। শনিবার সেই বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে ন্যাশনাল প্যালেসের দরজায়। 

.