শপথ নেওয়ার পরদিনই আততায়ীর গুলিতে ঝাঁঝরা মেক্সিকোর মহিলা মেয়র
শপথ নেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই আততায়ীর গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন মেক্সিকোর মহিলা মেয়র। তেত্রিশ বছরের মেক্সিকোক এক শহরের মেয়র গিসেলা মোতার টেমিক্সকোর বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে আততায়ীরা। রাজধানী মেক্সিকো সিটি থেকে নব্বই কিলোমিটার দূরে টেমিক্সকো শহরের মেয়র নির্বাচিত হয়েছিলেন গিসেলা। পুরো ঘটনায় ক্ষুব্ধ দেশবাসী। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
ওয়েব ডেস্ক: শপথ নেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই আততায়ীর গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন মেক্সিকোর মহিলা মেয়র। তেত্রিশ বছরের মেক্সিকোক এক শহরের মেয়র গিসেলা মোতার টেমিক্সকোর বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে আততায়ীরা। রাজধানী মেক্সিকো সিটি থেকে নব্বই কিলোমিটার দূরে টেমিক্সকো শহরের মেয়র নির্বাচিত হয়েছিলেন গিসেলা। পুরো ঘটনায় ক্ষুব্ধ দেশবাসী। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
মেয়রের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশের রাষ্ট্রপ্রধান। প্রসঙ্গত, গতকাল, শনিবার মেয়র হিসেবে শপথ নেন গিসেলা মোতার । তিনি বলেছিলেন, শহরের সব অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করা হবে। টেমিক্সকো শহর হল অপরাধীদের স্বর্গরাজ্য। মনে করা হচ্ছে সেই কারণেই হয়তো মেয়রকে এভাবে খুন হতে হল।