মধ্যযুগীয় শাস্তি
জনসমক্ষে শিরচ্ছেদ করে আটজন অপরাধীকে শাস্তি দিল সৌদি আরব প্রশাসন। মিশরের এক নিরাপত্তারক্ষীকে মারার অপরাধে আট বাংলাদেশীকে দোষী সাব্যস্ত করে আদালত। নিরাপত্তারক্ষীকে খুনের অভিযোগ এবং একটি দোকান লুঠপাটের অভিযোগ ছিল আটজনের বিরুদ্ধে।
Updated By: Oct 9, 2011, 01:47 PM IST
জনসমক্ষে শিরচ্ছেদ করে আটজন অপরাধীকে শাস্তি দিল সৌদি আরব প্রশাসন। মিশরের এক নিরাপত্তারক্ষীকে মারার অপরাধে আট বাংলাদেশীকে দোষী সাব্যস্ত করে আদালত। নিরাপত্তারক্ষীকে খুনের অভিযোগ এবং একটি দোকান লুঠপাটের অভিযোগ ছিল আটজনের বিরুদ্ধে। বাকি তিন অপরাধীর জেল হাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনার কড়া নিন্দা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একবিংশ শতকে দাঁড়িয়ে আজও সৌদি আরবের বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডের নিরিখে অনেকটাই ভিন্ন।