চিনের হাসপাতালে সাড়ে ১৭ কেজির মুখের টিউমার অস্ত্রপচার
মুখে সাড়ে ১৭ কেজির একটা বিরাট টিউমার নিয়ে প্রায় নড়তেই পারত না হুঙাং চুংসাই (Huang Chuncai)। টিউমারে চুংসাইয়ের মুখটাই পুরো ঢেকে গিয়েছিল। এর আগের দুবার অস্ত্রপচার করেও কিছুই লাভ হয়নি। ডাক্তাররাও বলছিলেন, টিউমারের প্রকৃতিটাই এমন সরিয়ে ফেলা হলে সেটা আবার মুখের অন্য কোথা দেখা যাবে।
---------------------------------------------------------------------------------
মুখে সাড়ে ১৭ কেজির একটা বিরাট টিউমার নিয়ে প্রায় নড়তেই পারেন না হুঙাং চুংসাই (Huang Chuncai)। টিউমারে চুংসাইয়ের মুখটাই পুরো ঢেকে গিয়েছিল। এর আগের দুবার অস্ত্রপচার করেও কিছুই লাভ হয়নি। যতবার অস্ত্রপচার করে টিউমার সরিয়ে ফেলা হয়, ততবারই সেই টিউমার আরও বেড়ে ওঠে।
ডাক্তাররাও বলছিলেন, টিউমারের প্রকৃতিটাই এমন সরিয়ে ফেলা হলে সেটা আবার মুখের অন্য কোথা দেখা যাবে।
কিন্তু সেই অসাধ্যসাধনের আশায় এবার তৃতীয় অস্ত্রপচার হতে চলেছে। মুখে সবচেয়ে বড় টিউমার সফল অস্ত্রপচারের অপেক্ষায় চিন। ৩৬ বছরের চুংসাইয়ের মুখে সাড়ে ১৭ কেজির টিউমার সরিয়ে ফেলার চেষ্টায় চিনের সেরা ডাক্তাররা। তাঁরা আশাপ্রকাশ করলেন সাড়ে ১৭ কেজির টিউমার সরিয়ে হুঙাংকে নতুন জীবন দিয়ে ফেলা সম্ভব হবে।
মধ্য চিনের হুয়ান প্রদেশের কৃষক চুংসাইয়ের মুখে ছোটবেলা থেকেই টিউমার ছিল। বয়স বাড়তেই সেটা মারাত্মক আকার ধারন করে। নিউরোফিব্রোমা (neurofibroma), নামের এক জেনেটিক রোগে সে আক্রান্ত।
২০০৭ ও ২০০৮ সালে দুবার তাঁর মুখের ডানদিকে টিউমার সরানো হয়। সেবার তাঁর মুখের সাড়ে ১৭ কেজির টিউমার সরানো হয়। কিনিতু ৬ বছরের মধ্যেই দেখা যায় তাঁর মুখের বাঁ দিকে আরও বড় এখটা টিউমার হয়েছে।
(ছবি ও খবর - আলফেরো ডট কম-এর সৌজন্যে)