ডোনাটের লোভে আড়াই মাইলের মারণ দৌড়, হার্ট অ্যাটাকে গেল প্রাণ

Updated By: Feb 8, 2016, 06:56 PM IST
ডোনাটের লোভে আড়াই মাইলের মারণ দৌড়, হার্ট অ্যাটাকে গেল প্রাণ

ওয়েব ডেস্কঃ চেয়েছিলেন প্রতিযোগিতাটা জিততে। কিন্তু ময়দানের প্রতিযোগিতা জিততে গিয়ে জীবনের প্রতিযোগিতাটাই হেরে বসলেন জেফ ফাফা উডস। নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটিতে প্রতি বছরের মতো এবারও একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল ডোনাট প্রস্তুতকারক সংস্থা ‘ক্রিস্পি ক্রিম’। প্রতিযোগিতার লক্ষ্য ছিল প্রতিযোগীকে ২.৫ মাইল দৌড়তে হবে। তারপর ১২টি ডোনাট খেয়ে আবার ২.৫ মাইল দৌড়ে ফিরে যেতে হবে ‘স্টার্টিং পয়েন্টে'।

প্রতিযোগিতার শুরুতেই সামান্য বুকে ব্যথা অনুভব করছিলেন জেফ। কিন্তু তাতে বিশেষ পাত্তা দেননি। পরে বয়স এবং অতিরিক্ত ওজনের জন্য এই অদ্ভূত প্রতিযোগিতার ধকল তিনি নিতে পারেননি। প্রতিযোগিতা চলাকালীনই তিনি হার্ট অ্যাটাক করেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অনেকেই জেফের মৃত্যুর জন্য আয়োজনকারী কোম্পানীকে দায়ী করেছেন। তবে নিজের ওজন ও বয়সের খেয়াল না করে এমন প্রতিযোগিতায় যাওয়াটা কি তাঁর বোকামো নয়?

.