লন্ডন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লক্ষ্য বিদেশে লগ্নি সন্ধান
লন্ডন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন ৪৮জন শিল্পপতি। রয়েছেন রাজ্য সরকারের একঝাঁক উচ্চপদস্থ আধিকারিক সহ শিল্প-সংস্কৃতি জগতের ১১ জন সদস্য। লক্ষ্য বিদেশে লগ্নি সন্ধান। ইউ কে -ইন্ডিয়া বিজনেস কাউন্সিল এবং ফিকির প্রতিনিধিদের সঙ্গে জর্জ স্ট্রিটে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। লন্ডন সফরে সরকারি ও বেসরকারি স্তরে একগুচ্ছ মউ স্বাক্ষরিত হবে।
ওয়েব ডেস্ক: লন্ডন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন ৪৮জন শিল্পপতি। রয়েছেন রাজ্য সরকারের একঝাঁক উচ্চপদস্থ আধিকারিক সহ শিল্প-সংস্কৃতি জগতের ১১ জন সদস্য। লক্ষ্য বিদেশে লগ্নি সন্ধান। ইউ কে -ইন্ডিয়া বিজনেস কাউন্সিল এবং ফিকির প্রতিনিধিদের সঙ্গে জর্জ স্ট্রিটে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। লন্ডন সফরে সরকারি ও বেসরকারি স্তরে একগুচ্ছ মউ স্বাক্ষরিত হবে।
শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামোর উন্নয়নসহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনাও রয়েছে। লন্ডন সফরে ব্রিটেনের কর্মসংস্থান দফতরের মন্ত্রী প্রীতি প্যাটেল এবং প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী প্যাট্রিসিয়া হিউইটের সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও কথা হবে দুদেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন ব্রিটেনের শিল্পপতিরা।