নকল হইতে সাবধান! চিনা জাল কন্ডোমে ভরে যাচ্ছে ভারতের বাজার

কন্ডোমের ব্যবহার করে সুরক্ষিত যৌনসংসর্গের কথা ভাবছেন? তাহলে কন্ডোম কেনার আগে অতিরিক্ত সতর্ক হোন। চিনে তৈরি নকল কন্ডোম ছেয়ে ফেলছে ভারত, ইতালির মত দেশগুলোর বাজার। ফলে গাটের কড়ি খরচ করেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বাসনা থাকলেও সেক্স থেকে যাচ্ছে আনসেফই।

Updated By: Jul 25, 2015, 06:14 PM IST
নকল হইতে সাবধান! চিনা জাল কন্ডোমে ভরে যাচ্ছে ভারতের বাজার

ওয়েব ডেস্ক: কন্ডোমের ব্যবহার করে সুরক্ষিত যৌনসংসর্গের কথা ভাবছেন? তাহলে কন্ডোম কেনার আগে অতিরিক্ত সতর্ক হোন। চিনে তৈরি নকল কন্ডোম ছেয়ে ফেলছে ভারত, ইতালির মত দেশগুলোর বাজার। ফলে গাটের কড়ি খরচ করেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বাসনা থাকলেও সেক্স থেকে যাচ্ছে আনসেফই।

সম্প্রতি ইতালিয়ান কাস্টম রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর থেকে আটক করেছে ৬০,০০০ জাল কন্ডোম। কাস্টম আধিকারিকদের বিশ্বাস এই কন্ডোমগুলি তৈরি হয়েছে চিনে।

সূত্রে খবর চিনে তৈরি এই জাল কন্ডোমগুলি ছড়িয়ে পড়েছে ভারত সহ পৃথিবীর বহু দেশেই। কাস্টমের ফাঁকগলে অবাধে বাজার বাড়াচ্ছে এই নকল কন্ডোম প্রস্তুতকারী সংস্থাগুলি। চিনের ওনলাইন শপিংসাইটগুলির অত্যাধিক ব্যবহার নকল কন্ডোমের ছড়িয়ে পড়ার অন্যতম কারণ।

পৃথিবীর ২৫% কন্ডোমই চিনে তৈরি হয়। এরমধ্যে কত লক্ষ নকল সেটা এখনও পরিস্কার নয়।

এই কন্ডোমের ব্যবহার বাড়িয়ে তুলছে ইনফেকশন ও অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সির সম্ভাবনা।

 

.