সন্ত্রাস হানার ক্ষত মুছে সেজে উঠেছে পশ্চিম আফ্রিকার মালি

সন্ত্রাস হানার ক্ষত মুছে সেজে উঠেছে পশ্চিম আফ্রিকার মালি। উত্‍সবের আনন্দে মাতোয়ারা মালির রাজধানী বামাকো। দোগন ফেস্টিভাল ঘিরে পর্যটনের ভাড়ারে আয়ও ভাল হবে বলে আশাবাদী সরকার। মালিতে আড়াই মাস আগের সন্ত্রাস হানা কেড়ে নিয়েছিল বেশকিছু প্রাণ। জঙ্গিদের বর্বরতার স্মৃতি এখনও মুছে যায়নি। তবু আফ্রিকার মালির রাজধানী বামাকো সেজেছে অন্য রঙে। আকাশে-বাতাসে উত্‍সবের গন্ধ। তিনদিন ব্যাপী দোগন ফেস্টিভাল ঘিরেই এখন যাবতীয় যা কিছু। পুরাণ, মুখোশনৃত্য, কাঠের ওপর স্থাপত্যই বিখ্যাত করেছে দোগন জাতিকে। ব্যস্ততার মাঝে দোগন জাতির ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির কথা চাপা পড়ে গেছে। এই উত্‍সবে সেসবই যেন জেগে ওঠে নতুন করে।

Updated By: Feb 4, 2016, 08:41 AM IST
সন্ত্রাস হানার ক্ষত মুছে সেজে উঠেছে পশ্চিম আফ্রিকার মালি

ওয়েব ডেস্ক: সন্ত্রাস হানার ক্ষত মুছে সেজে উঠেছে পশ্চিম আফ্রিকার মালি। উত্‍সবের আনন্দে মাতোয়ারা মালির রাজধানী বামাকো। দোগন ফেস্টিভাল ঘিরে পর্যটনের ভাড়ারে আয়ও ভাল হবে বলে আশাবাদী সরকার। মালিতে আড়াই মাস আগের সন্ত্রাস হানা কেড়ে নিয়েছিল বেশকিছু প্রাণ। জঙ্গিদের বর্বরতার স্মৃতি এখনও মুছে যায়নি। তবু আফ্রিকার মালির রাজধানী বামাকো সেজেছে অন্য রঙে। আকাশে-বাতাসে উত্‍সবের গন্ধ। তিনদিন ব্যাপী দোগন ফেস্টিভাল ঘিরেই এখন যাবতীয় যা কিছু। পুরাণ, মুখোশনৃত্য, কাঠের ওপর স্থাপত্যই বিখ্যাত করেছে দোগন জাতিকে। ব্যস্ততার মাঝে দোগন জাতির ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির কথা চাপা পড়ে গেছে। এই উত্‍সবে সেসবই যেন জেগে ওঠে নতুন করে।

তিনবছর অন্তর দোগন ফেস্টিভাল  হয়। তবে বামাকোয় উত্‍সবের আয়োজন এই প্রথম। সন্ত্রাস হামলার আতঙ্কও পিছু না ছাড়লেও উত্‍সবের আমেজেই গা ভাসাতে চাইছেন মানুষ। এই উত্‍সব বহু  দেশি, বিদেশি পর্যটক আসেন। সন্ত্রাস হামলার আশঙ্কাকে পিছনে ফেলে এবারও তেমনই ভিড় হবে বলে আশাবাদী উত্‍সব কর্তৃপক্ষ।

.