ভারতীয় দূতাবাসে নিরাপদে আছেন নসিদ
মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নসিদকে মালের ভারতীয় দূতাবাসে আশ্রয় দিতে সম্মত হয়েছে ভারত। নসিদ এ দিন এক ইংরাজি সংবাদমাধ্যমকে টেলিফোনে বলেন, "আমি মালদ্বীপে ভারতীয় হাইকমিশনে রয়েছি।" সেখানে তিনি নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি।
মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নসিদকে মালের ভারতীয় দূতাবাসে আশ্রয় দিতে সম্মত হয়েছে ভারত। নসিদ এ দিন এক ইংরাজি সংবাদমাধ্যমকে টেলিফোনে বলেন, "আমি মালদ্বীপে ভারতীয় হাইকমিশনে রয়েছি।" সেখানে তিনি নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি।
মালদ্বীপের একটি আদালত প্রাক্তন রাষ্ট্রপতি নসিদকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে। ওই নির্দেশে স্থগিতাদেশ না আসা পর্যন্ত ভারতীয় দূতাবাসেই থাকতে চান নসিদ। দূতাবাস ভারতের আওতায় হওয়ায় সেখান থেকে অভিযুক্তকে গ্রেফতার করতে পারে না সে দেশের পুলিস। ফলত গ্রেফতারি এড়াতেই রাষ্ট্রপতির এই কৌশল বলে মনে করছে কূটনৈতিক মহল।
ভারতীয় দূতাবাসে তাঁর সঙ্গে ছ`জন সাংসদও রয়েছেন বলে খবর। একদিকে তিনি যখন ভারতীয় আধিকারিকদের সঙ্গে বৈঠকে ব্যস্ত, তখন হিংসা প্রতিহত করতে নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলা হয়েছে মালের ভারতীয় দূতাবাস। গত ১০ ফেব্রুয়ারি আদালতের সমন লঙ্ঘন করার পরই নসিদের নামে ওয়ারেন্ট জারি করা হয়।