ফের জোরালো ভূমিকম্প ইন্দোনেশিয়ায় তবে সুনামির সতর্কবার্তা নেই

স্থানীয় এক বাসিন্দা জানান, জোরালো ভূমিকম্প হয়। ভয়ে অনেকেই নীচে নেমে আসেন। গত সপ্তাহে রিখটার স্কেলে ৬.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়

Updated By: Jul 14, 2019, 04:20 PM IST
ফের জোরালো ভূমিকম্প ইন্দোনেশিয়ায় তবে সুনামির সতর্কবার্তা নেই
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: রবিবার স্থানীয় সময় সন্ধে সাড়ে ৬টায় কেঁপে উঠল ইন্দোনেশিয়ার ওয়েস্ট নুসা তেঙ্গাগারা-সহ বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩। তবে, এখনও পর্যন্ত প্রাণহানি বা সম্পত্তি ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মাতারম, বিমা, ওয়ানগাপু-সহ একাধিক শহরে জোরালো কম্পন অনুভব হয়। আতঙ্কে রাস্তায় নেমে পড়েন মানুষ। ভূবিজ্ঞানীরা জানাচ্ছেন, সুমবাওয়ার দক্ষিণ-পূর্বে প্রায় ৮৮০ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উত্পত্তি স্থল। গভীরতা ছিল, প্রায় ১০ কিলোমিটার।

আরও পড়ুন- অমরিন্দের মন্ত্রিসভা ছাড়লেন সিধু, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ইস্তফাপত্র

স্থানীয় এক বাসিন্দা জানান, জোরালো ভূমিকম্প হয়। ভয়ে অনেকেই নীচে নেমে আসেন। গত সপ্তাহে রিখটার স্কেলে ৬.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সে বার বড়সড় ক্ষয়ক্ষতির মুখ থেকে রেহাই পেয়েছিল ইন্দোনেশিয়া। গত বছর, সুলাওয়েসি দ্বীপে পালুতে ৭.১ তীব্রতার ভূমিকম্প হয়। মৃত্যু হয় ২০০০ মানুষ। ২০০৪ সালে ভয়াবহ ভূমিকল্পে বিশালাকার সুনামি আছড়ে পড়ে ওই দ্বীপে। ইন্দোনেশিয়া শুধুমাত্র মৃত্যু হয়েছল ১ লক্ষ ৭০ হাজার মানুষ।

.