সাভেজের জয় কামনায় লুলা ডি সিলভা
সাভেজের সমর্থনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে উগো সাভেজের জয় চেয়ে বার্তা পাঠালেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট লুলা ডা সিলভা। ভিডিও বার্তায় লুলা বললেন, সাভেজের জয়ই হবে লাতিন আমেরিকার জয়। ক্যান্সারের সঙ্গে ১৩ মাসের লড়াইয়ে জিতে আসা স্যাভেজের সামনে এবারে চ্যালেঞ্জ বিরোধী প্রার্থী হেনরিকো ক্যাপ্রিলেস।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে উগো সাভেজের জয় চেয়ে বার্তা পাঠালেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট লুলা ডা সিলভা। ভিডিও বার্তায় লুলা বললেন, সাভেজের জয়ই হবে লাতিন আমেরিকার জয়। ক্যান্সারের সঙ্গে ১৩ মাসের লড়াইয়ে জিতে আসা স্যাভেজের সামনে এবারে চ্যালেঞ্জ বিরোধী প্রার্থী হেনরিকো ক্যাপ্রিলেস। তবে ইতিমধ্যেই সমীক্ষকদের হিসেবে দৌড়ে এগিয়ে সাভেজ। পর পর ১৩ বার নির্বাচনে জিতেছেন। রবিবারের নির্বাচনে ১৪ বারের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্টের লড়াইয়ে নামছেন উগো স্যাভেজ। গতবছর জুনে ক্যান্সার ধরা পড়ায় দীর্ঘ তেরো মাস কাজের বাইরে ছিলেন তিনি। ক্যান্সারের সঙ্গে লড়াইটা জিতে ফের স্বমহিমায় লাতিন আমেরিকার সমাজতান্ত্রিক অর্থনীতির আইকন।
প্রেসিডেন্ট পদের লড়াইয়ে স্যাভেজকে চ্যালেঞ্জ জানিয়েছেন মিরান্ডা প্রদেশের গভর্নর হেনরিকো ক্যাপ্রিলেস। চোদ্দ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় থাকা স্যাভেজের বিরুদ্ধে বিরোধী দলগুলিকে একজোট করে তৈরি করেছেন ডেমোক্র্যাটিক ইউনিটি রাউন্ড টেবিল বা সংক্ষেপে এমইউডি।লাতিন আমেরিকা জুড়ে বিকল্প অর্থনৈতিক মডেল তৈরির নেতৃত্বে থাকা স্যাভেজকে রুখতে পাল্টা বামপন্থা ঘেঁষা স্লোগানই শোনা গিয়েছে ক্যাপ্রিলেসের গলাতেও। পশ্চিমী মিডিয়াও তাঁকে বর্ণনা করছে বাম ও প্রগতিশীল হিসেবে। কিন্তু সেই প্রচারে কিছুটা হলেও ধাক্কা লেগেছে ক্যাপ্রিলেসের অর্থনৈতিক কর্মসূচি প্রকাশ্যে আসার পর। মিডিয়ার প্রকাশিত সেই কর্মসূচিতে দেখা যাচ্ছে, বেসরকারিকরণ সহ উদারনীতিরই পক্ষে ক্যাপ্রিলেস। এখবর প্রকাশের পরই ফাটল ধরেছে বিরোধী ঐক্যে। এমইউডি থেকে বেরিসে এসেছে চারটি সংগঠন।
শুধু বিরোধী শিবিরের ফাটলই নয়, প্রাক নির্বাচনী সমীক্ষাতেও ইতিমধ্যেই এগিয়ে স্যাভেজ। ডেটা অ্যানালিসিসের মতো প্রায় সবকটি সংস্থার সমীক্ষাতেই বিরোধী ক্যাপ্রিলেসের থেকে স্যাভেজ এগিয়ে রয়েছেন অন্তত দশ শতাংশ ভোটে। বৃহস্পতিবারই শেষ মূহুর্তের নির্বাচনী প্রচারে মিছিল করেন যুযুধান দুই পক্ষ। নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ভেনেজুয়েলায় হাজির হয়েছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা।
স্যাভেজের তেরো বছরের শাসনে ভেনেজুয়েলায় নজরে পড়ার মতো কমেছে দারিদ্রের হার। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তার সূচকগুলিতেও ভেনেজুয়েলার উন্নতির স্বীকৃতি মিলেছে ইউনেস্কোর মতো আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে। সেই অর্থনৈতিক পথেই কিউবা, ভেনেজুয়েলা ব্রাজিলের মতো দেশগুলিকে নিয়ে তৈরি হয়েছে বলিভারিয়ান অল্টারনেটিভ। বিকল্পের খোঁজে সেই পথ চলায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ভেনেজুয়েলার নির্বাচনের দিকেই তাই এখন তাকিয়ে গোটা দুনিয়া।