ভয়াবহ ভূমিকম্পে নেপালে মৃতের সংখ্যা ৯৭০ ছুঁল, এভারেস্ট বেসক্যাম্পে মৃত ১৫

Updated By: Apr 25, 2015, 09:04 PM IST
ভয়াবহ ভূমিকম্পে নেপালে মৃতের সংখ্যা ৯৭০ ছুঁল, এভারেস্ট বেসক্যাম্পে মৃত ১৫

ভয়াবহ ভূমিকম্পে নেপালে মৃতের সংখ্যা ৯৭০  ছুঁল, এভারেস্ট বেসক্যাম্পে মৃত ১৫, ভারতে প্রাণ হারালেন ৬০। বেসক্যাম্পে মৃত প্রত্যেক পর্বতারোহীই বিদেশী বলে জানা গেছে।

ওয়েব ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে নেপালে মৃতের সংখ্যা ৫৬৫ ছুঁল। ধসের জেরে ধারামিনারে ৫০ জনেরও বেশি মানুষ আটকে পড়েছেন। নেপালের পোখরার কাছে নামজুংয়ে এই কম্পনের এপিসেন্টার বলে জানা গেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৯। ভূ-কম্পের প্রভাব ভারতের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলেও  ব্যপক হারে পড়েছে। পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এদেশে প্রাণ হারিয়েছেন ১৯জন। তারমধ্যে শুধু বিহারেই প্রাণ হারিয়েছেন ১৫জন। পশ্চিমবঙ্গে প্রাণ গেছে ৩জনের। কলকাতাতেও ভূকম্পন ভালভাবেই অনুভূত হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন এই মারাত্মক প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে নেপালকে ভারত সরকার সবধরণের সহায়তা করবে।

নেপালে প্রথম কম্পনটির পরপরেও প্রায় ১৫টি আফটার শক হয়ে, রিখটার স্কেলে যাদের মাত্রা ৪.৫ থেকে ৬.৬।

মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পে এই ভূমিকম্পের জেরে প্রাণ হারিয়েছেন ৮জন। নেপালের প্রায় সব পুরনো বাড়ি বা মন্দিরগুলি এই কম্পনে ভেঙে পড়েছে।

ইতিমধ্যে ভারতীয় নৌসেনার সি-১৩০৬ সুপারহাউকিউলিস এয়ারক্র্যাফট ত্রাণ কার্যে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছে। পাঠানো হচ্ছে মেডিক্যাল টিমও।

 

PM spoke to PM Koirala and assured that India will help with whatever relief efforts possible: Foreign Secy S Jaishankar #earthquake

— ANI (@ANI_news) April 25, 2015

.