ঢাকার মতোই কিশোরগঞ্জ সন্ত্রাসেও জোরালো হচ্ছে আইসিস যোগের ইঙ্গিত

ঢাকার মতোই কিশোরগঞ্জ সন্ত্রাসেও জোরালো হচ্ছে আইসিস যোগের ইঙ্গিত। এক্ষেত্রেও নিহত হামলাকারী উচ্চবিত্ত পরিবারের সন্তান। নামজাদা ইউনিভার্সিটির মেধাবী ছাত্র। হামলার ধরণেও আইসিসের রণকৌশলের ছায়া। ঢাকা ও কিশোরগঞ্জকে মিলিয়ে দিয়েছে সন্ত্রাস। এবার মিলে গেল সন্ত্রাসবাদীর পরিচিতি।

Updated By: Jul 8, 2016, 11:36 PM IST
ঢাকার মতোই কিশোরগঞ্জ সন্ত্রাসেও জোরালো হচ্ছে আইসিস যোগের ইঙ্গিত

ওয়েব ডেস্ক: ঢাকার মতোই কিশোরগঞ্জ সন্ত্রাসেও জোরালো হচ্ছে আইসিস যোগের ইঙ্গিত। এক্ষেত্রেও নিহত হামলাকারী উচ্চবিত্ত পরিবারের সন্তান। নামজাদা ইউনিভার্সিটির মেধাবী ছাত্র। হামলার ধরণেও আইসিসের রণকৌশলের ছায়া। ঢাকা ও কিশোরগঞ্জকে মিলিয়ে দিয়েছে সন্ত্রাস। এবার মিলে গেল সন্ত্রাসবাদীর পরিচিতি।
 
কিশোরগঞ্জে নিহত আততায়ীর নাম আবীর রহমান। আবীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ছাত্র। আবীরের বাবা সিরাজুল ইসলাম কুমিল্লার বাসিন্দা, কুমিল্লার দেবীদ্বার ছাড়াও ঢাকার বসুন্ধরায় বাড়ি আছে আবীরদের।

ঢাকার ঘটনা ছিল ট্রেলর মাত্র! ভিডিওতে দাবি ISIS-এর

ঢাকার মতোই কিশোরগঞ্জের হামলাকারীর পরিচয়ও অবাক করেছে তদন্তকারীদের। এতে আরও জোরালো হচ্ছে আইসিসের যোগসূত্র।
উচ্চবিত্ত ও শিক্ষিত পরিবারের সন্তানদেরই জেহাদের মন্ত্রে মগজধোলাই করে আইসিস।

যদিও, বাংলাদেশ সরকার বারে বারে দাবি করে আসছে, সেদেশে আইসিসের কোনও প্রত্যক্ষ উপস্থিতি নেই। কিশোরগঞ্জের হামলাও ঘটিয়েছে স্থানীয় জঙ্গিরাই। এদিকে, জোড়া জঙ্গি হামলায় বেসামাল বাংলাদেশের জনজীবন। ইদের পর প্রথম জুম্মার নমাজেও শোকের ছায়া।

ঢাকা শহর মোড়া রয়েছে নিরাপত্তার চাদরে। উদ্বেগ কাটেনি প্রশাসনের। ইদের মরশুম এখনও ফুরোয়নি। কিন্তু, উত্‍সব করার উত্‍সাহই হারিয়ে ফেলেছেন বাংলাদেশবাসী।

.