Asteroid: পৃথিবীর দিকে ধেয়ে আসছে 'দৈত্যাকৃতি' গ্রহাণু
১৬ মে রাত ২টো বেজে ৪৮ মিনিট নাগাদ ৩৮৮৯৪৫ নম্বর গ্রহাণুটি (Asteroid) পৃথিবীর খুব কাছে চলে আসবে। আকার আয়তনে সবাইকে পিছনে ফেলে দিয়েছে দৈত্যাকৃতি এই গ্রহাণুটি।
নিজস্ব প্রতিবেদন : পৃথিবীর দিকে ধেয়ে আসছে 'দৈত্যাকৃতি' এক গ্রহাণু (Asteroid)। ১,৬০০ ফিট চওড়া সেই গ্রহাণু। জ্যোতির্বিদরা গ্রহাণুটির ক্রমিক সংখ্যা দিয়েছেন ৩৮৮৯৪৫। তবে এটাই প্রথমবার নয়। এর আগেও একবার পৃথিবীর খুব কাছাকাছি চলে এসেছিল এই গ্রহাণুটি। ২০২০-র মে মাসে গ্রহাণুটি পৃথিবীর খুব কাছে চলে আসে।
নাসা (NASA) জানিয়েছে, ১৬ মে রাত ২টো বেজে ৪৮ মিনিট নাগাদ ৩৮৮৯৪৫ নম্বর গ্রহাণুটি পৃথিবীর খুব কাছে চলে আসবে। এটি চওড়া ১,৬০৮ ফিট। নিউ ইয়র্কের বিশালাকার এম্পায়ার স্টেট বিল্ডিং, আইফেল টাওয়ার, স্ট্যাচু অফ লিবার্টি- আকার আয়তনে সবাইকে পিছনে ফেলে দিয়েছে দৈত্যাকৃতি এই গ্রহাণুটি।
এই গ্রহাণুটি যদি পৃথিবীকে ধাক্কা মারত, তবে ভয়ানক ক্ষতি হত বলে আশঙ্কাপ্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে, হিসেবনিকেশ বলছে, এটি পৃথিবীর থেকে ২.৫ মিলিয়ন মাইল আলোকবর্ষ দূরত্বে বেরিয়ে যাবে। জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় যেটা হচ্ছে 'কান ঘেঁষে'।
তাঁরা বলছেন, সূর্যকে প্রদক্ষিণ করার সময় প্রতি ২ বছরে একবার এই গ্রহাণুটি নিয়মমাফিক পৃথিবীর কাছে চলে আসে। পৃথিবীর পাশ দিয়ে বেরিয়ে যায়। এরপর এটি আবার পৃথিবীর কাছাকাছি আসবে ২০২৪-এর মে মাসে।
আরও পড়ুন, Lunar Research: চাঁদের মাটিতে জন্মাল সবজির গাছ, রয়েছে আরও চমক
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)