ইন্দোনেশিয়ায় ভয়াবহ ধসে মৃত অন্তত ১৮, ধূলিসাৎ শতাধিক বাড়ি

লাগাতার মূষলধারে বৃষ্টির জেরে মধ্য ইন্দোনেশিয়ার একটি গ্রামে মাটি ধসে গিয়ে মৃত্যু হল অন্তত ১৮ জনের। নিখোঁজ ৯০জন। বৃষ্টিতে ভেসে গেছে বহু বাড়ি।

Updated By: Dec 13, 2014, 06:02 PM IST
 ইন্দোনেশিয়ায় ভয়াবহ ধসে মৃত অন্তত ১৮, ধূলিসাৎ শতাধিক বাড়ি

ওয়েব ডেস্ক: লাগাতার মূষলধারে বৃষ্টির জেরে মধ্য ইন্দোনেশিয়ার একটি গ্রামে মাটি ধসে গিয়ে মৃত্যু হল অন্তত ১৮ জনের। নিখোঁজ ৯০জন। বৃষ্টিতে ভেসে গেছে বহু বাড়ি।

শুক্রবার জাভা প্রদেশের জেমবলং গ্রামে ধসের জেরে ১০৫টি বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। সেনা, পুলিস ও স্থানীয় বাসিন্দা সহ শতাধিক মানুষ এখন উদ্ধারকার্যে লিপ্ত। ধ্বংসাবশেষ থেকে জীবিতের সন্ধান করে যাচ্ছেন তাঁরা। ৪২০ জন গ্রামবাসীকে অস্থায়ী আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

চোখের সামনে আত্মীয় পরিজনদের মৃতদেহ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হতে দেখছেন আতঙ্কিত গ্রামবাসীরা। উদ্ধারকার্যে গতি আনার জন্য ব্যবহার করা হচ্ছে ট্র্যাকটর, বুলডোজার। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ৪৬০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে আকস্মিক ধসে গুরুতর আহত হয়েছেন অন্তত ১১জন। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মধ্য জাভার ওনোসোবো জেলায় বৃহস্পতিবার ধস নেমে মারা গেছেন অন্তত ১ জন গ্রামবাসী।

 

.