রাষ্ট্রসঙ্ঘের শান্তিপ্রস্তাব খারিজ করল সিরিয়া

সিরিয়ায় শান্তিপ্রতিষ্ঠার আশা ক্রমশ ক্ষীণ হচ্ছে। রাষ্ট্রসঙ্ঘের বিশেষ প্রতিনিধি কোফি আন্নানের শান্তিপ্রস্তাব কার্যত প্রত্যাখ্যান করে দিল সিরিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার থেকেই বিদ্রোহীদের বিরুদ্ধে আক্রমণ জোরদার করেছে সিরিয়া সেনা।

Updated By: Apr 11, 2012, 10:11 AM IST

সিরিয়ায় শান্তিপ্রতিষ্ঠার আশা ক্রমশ ক্ষীণ হচ্ছে। রাষ্ট্রসঙ্ঘের বিশেষ প্রতিনিধি কোফি আন্নানের শান্তিপ্রস্তাব কার্যত প্রত্যাখ্যান করে দিল সিরিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার থেকেই বিদ্রোহীদের বিরুদ্ধে আক্রমণ জোরদার করেছে সিরিয়া সেনা। যদিও এখনই হাল ছাড়তে নারাজ কোফি আন্নান।
এই মুহূর্তে লিবিয়ার কায়দায় সামরিক হস্তক্ষেপের পক্ষপাতী নয় রাষ্ট্রসঙ্ঘ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের ওপর আন্তর্জাতিক স্তরে চাপ বাড়িয়েও অবশ্য তেমন কোনও সুফল মেলেনি। বন্ধ হয়নি রক্তক্ষয়। নিজের শান্তিপ্রস্তাবের পক্ষে ইতিমধ্যেই আরব লিগ ছাড়াও চিন এবং রাশিয়ার সমর্থন পেয়েছেন কোফি আন্নান। এদিন ইরানের কাছেও সমর্থন আহ্বান করেছেন তিনি।

.