কেনিয়ায় যাত্রীবাহী বাসে জঙ্গি হানায় মৃত ২৮, সন্দেহের তীর সন্ত্রাসবাদী গোষ্ঠী আল-শাবাবের দিকে

শনিবার উত্তর কেনিয়ায় একটি যাত্রীবাহী বাসে জঙ্গি হামলায় প্রাণ হারালেন অন্তত ২৮জন। সন্দেহ করা হচ্ছে এই হামলার পিছনে রয়েছে সোমালিয়ান জঙ্গি গোষ্ঠী আল-শাবাব।

Updated By: Nov 22, 2014, 05:37 PM IST
কেনিয়ায় যাত্রীবাহী বাসে জঙ্গি হানায় মৃত ২৮, সন্দেহের তীর সন্ত্রাসবাদী গোষ্ঠী আল-শাবাবের দিকে

নাইরোবি: শনিবার উত্তর কেনিয়ায় একটি যাত্রীবাহী বাসে জঙ্গি হামলায় প্রাণ হারালেন অন্তত ২৮জন। সন্দেহ করা হচ্ছে এই হামলার পিছনে রয়েছে সোমালিয়ান জঙ্গি গোষ্ঠী আল-শাবাব।

৬০ জন যাত্রীকে নিয়ে বাসটি কেনিয়ার রাজধানী নাইরোবির দিকে যাচ্ছিল। সোমালি সীমান্তে মান্দেরাতে বাসটিকে থামায় সশস্ত্র জঙ্গিরা।

বাসটি থেকে অ-মুসলিমসদের পৃথক করে তাঁদের উপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা।

২০১১ সাল থেকেই সোমালিয়ার জঙ্গি গোষ্ঠী আল-শাহেবা কেনিয়াতে বহু হামলা চালিয়েছে। সোমালিয়ায় ইসলামিক জঙ্গি নিয়ন্ত্রণে কেনিয়া সেনা পাঠাবার পর থেকেই এই হামলার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উত্তর-পূর্ব কেনিয়ার প্রত্যন্ত অঞ্চল মান্ডেরাতে বহুদিন ধরেই এই জঙ্গি গোষ্ঠীর দৌরাত্ম চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাসটি দখল করার পর যাত্রীদের কোরানের কিছু পংক্তি বলার হুকুম দিয়েছিল। যাঁরা পাড়েননি তাঁদের অ-মুসলিম সন্দেহে সেখানেই গুলি করে খুন করে তারা।

এই ঘটনার পর কেনিয়া সরকারের বিরুদ্ধে আরও একবার দেশবাসীকে যথাযথ সুরক্ষা দিতে না পারার প্রশ্ন উঠে এসেছে।

 

.