'দামে কম মানে ভালো...', করোনা-নারদ ছাপিয়ে ফেসবুক অস্থির 'কাকলী ফার্ণিচারে'!
কলকাতায় শোরুম খোলার ঘোষণা করেছে কাকলি ফার্ণিচার।
নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল বাংলা। নারদকাণ্ডে তুঙ্গে সিবিআই-তৎপরতা। নাহ, এসব আর জনসাধারণ্যে আলোচনার বিষয় নয়। বরং অন্তর্জাল দাপাচ্ছে বাংলাদেশের 'কাকলী ফার্ণিচার' (Kakoli Furniture)। বলা ভালো তাদের প্রচারবার্তা,'দামে কম মানে ভালো...।'
বাংলাদেশের একটি আসবাবপত্রের দোকান কাকলি ফার্ণিচার (Kakoli Furniture)। সেই দোকানের প্রচারবার্তা, 'দামে কম মানে ভালো কাকলী ফার্ণিচার' (Kakoli Furniture)। সংস্থার বিজ্ঞাপনে ওই প্রচারবার্তা 'গুনগুন' করে চলেছে দুই ফুটফুটে শিশুকন্যা। কাকলি ফার্ণিচারের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা সেই প্রচার-ভিডিয়ো এখন রীতিমতো গণসংক্রমণের পর্যায়ে পৌঁছে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুক খুললেই চোখে পড়ছে 'দামে কম মানে ভালো কাকলী ফার্ণিচার'। শুধু তো ভিডিয়ো নয়, ভার্চুয়াল দেওয়ালে নানা অজুহাতে 'দামে কম মানে ভালো কাকলী ফার্ণিচার' লিখেও দিচ্ছেন নেটিজেনরা।
কাঁটাতার পেরিয়ে এই বিজ্ঞাপন জনপ্রিয় হয়েছে এপার বাংলাতেও। শুধু ভিডিয়ো ভাইরাল নয়, বরং নানা মজার মজার মিমও বানিয়ে ফেলেছেন নেটিজেনরা। লকডাউন পরিস্থিতিতে এসবেই হাস্যরসের স্বাদ নিচ্ছেন তাঁরা।
এমন জনপ্রিয়তা দেখে কলকাতায় শোরুম খোলার ঘোষণা করেছে কাকলি ফার্ণিচার।
আরও পড়ুন- দেশে ছড়াচ্ছে করোনার নতুন এক প্রজাতি, আক্রান্ত হচ্ছে শিশুরাই, হুঁশিয়ারি Singapore সরকারের