ম্যান বুকার পুরস্কার জন্য সংক্ষিপ্ত তালিকা ভুক্ত হল ঝুম্পা লাহিড়ীর `দ্য লোল্যান্ড`
ম্যান বুকার পুরস্কারের জন্য সংক্ষিপ্ততালিকা ভুক্ত হল ভারতীয় বংশোদ্ভুত বাঙালি লেখিকা ঝুম্পা লাহিড়ীর নবতম উপন্যাস `দ্য লোল্যান্ড`। `দ্য লোল্যান্ড`-এর সঙ্গেই ম্যান বুকারের জন্য মনোনীত হয়েছে জিম ক্রেসের `হারভেস্ট` ও কম টবিনের ` দ্য টেস্টামেন্ট অফ মেরি`।
ম্যান বুকার পুরস্কারের জন্য সংক্ষিপ্ততালিকা ভুক্ত হল ভারতীয় বংশোদ্ভুত বাঙালি লেখিকা ঝুম্পা লাহিড়ীর নবতম উপন্যাস `দ্য লোল্যান্ড`। `দ্য লোল্যান্ড`-এর সঙ্গেই ম্যান বুকারের জন্য মনোনীত হয়েছে জিম ক্রেসের `হারভেস্ট` ও কম টবিনের ` দ্য টেস্টামেন্ট অফ মেরি`।
প্রথম উপন্যাস `দ্য নেমসেক` থেকেই প্রচারের পাদপ্রদীপে এসেছিলেন ঝুম্পা। ২০০০ সালে তাঁর ছোট গল্পের সংকলন `ইন্টারপ্রেটার অফ ম্যালাডিস` জয় করেছিল পুলিৎজার পুরস্কার। `দ্য নেমসেক`-কে নিয়ে মীরা নায়ার একই নামে তৈরি করেছিলেন একটি বলিউড সিনেমা।
কলকাতা আর আমেরিকার প্রেক্ষাপটে রচিত `দ্য লোল্যান্ড`-এর কাহিনী মূলত দুই ভাই ও এক স্বাধীনচেতা মহিলার মধ্যে আবর্তিত হয়েছে।